যদি বলো আকাশে চার বিলিয়ন তারা আছে, তাহলে না গুনেই সবাই সেটা বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয়, মাত্র রং করেছি, চেয়ারের রংটা এখনো শুকায়নি, তাহলে সবাই হাত দিয়ে দেখবে।
মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।
দুনিয়া মুসলমানদের জন্য
কয়েদখানা এবং কাফেরদের
জন্য বেহেশতখানা
আল-হাদীস
মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না । শত চিন্তা আপনার মাথায়, একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূঢ় হয়ে যাবে । দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুজে পাবেন না ।
দুনিয়া মুসলমানদের জন্য
কয়েদখানা এবং কাফেরদের
জন্য বেহেশতখানা
আল-হাদীস
তোমরা মিথ্যা বলনা, কারন মিথ্যা নিয়ে যায় পাপের দিকে,
আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে।
আর পাপ নিয়ে যায় জাহান্নামের দিকে।
____________হযরত মুহাম্মদ (সাঃ)
কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন
তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়।
ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে,
আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়।
ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে,
আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!
একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে
কঠোরভাবে তিরস্কার করতে
পারে
--জর্জ ম্যারাডিথ।
কঠোরভাবে তিরস্কার করতে
পারে
--জর্জ ম্যারাডিথ।
"" বাইরে আকাশ মেঘলা , আর কালবৈশাখী ঝড় চলছে মনের ভেতর। ও কি আজকে হ্যাঁ বলবে?
দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছেনিজেকে সংশোধন করা,
আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যেরসমালোচনা করা ।
আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যেরসমালোচনা করা ।
___ হযরত আলী (রাঃ)
যদি কাউকে আজীবনের জন্য বন্ধু
বানাতে চাও,, তাহলে নিজের
মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও।।
যাতে সেখানে তার দোষ
গুলোকে দাফন করতে পারো।।
বানাতে চাও,, তাহলে নিজের
মনের মধ্যে একটা কবর খুঁড়ে নাও।।
যাতে সেখানে তার দোষ
গুলোকে দাফন করতে পারো।।
--- হযরত আলী (রাঃ)
“যে ব্যক্তি তার জিহ্বা ও
লজ্জাস্থানের হেফাযতের
দায়িত্ব নিবে, আমি তার জন্যে
জান্নাতের যিম্মাদার
হব।”
___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
লজ্জাস্থানের হেফাযতের
দায়িত্ব নিবে, আমি তার জন্যে
জান্নাতের যিম্মাদার
হব।”
___বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
কিছু কিছু ক্ষেত্রে নীরব থাকাটা
গাম্ভীর্যের বর্হিপ্রকাশ। তবে সব
ক্ষেত্রে নীরব থাকাটা মূর্থতা ও
কাপুরুষতার লক্ষণ মাত্র
গাম্ভীর্যের বর্হিপ্রকাশ। তবে সব
ক্ষেত্রে নীরব থাকাটা মূর্থতা ও
কাপুরুষতার লক্ষণ মাত্র
সবচেয়ে বাজে অনুভুতিটা তখনি হয়, যখন আপনি কাউকে খুব মিস করেন, তার সাথে কথা বলতে চান, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেয় না।
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে!
---কাজী নজরুল ইসলাম.
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে!
---কাজী নজরুল ইসলাম.
যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে!
---কাজী নজরুল ইসলাম.
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে!
---কাজী নজরুল ইসলাম.
চোখের পানির রহস্য ময়তা হচ্ছে
ঝম ঝম বৃষ্টির মধ্যেও চোখের
পানি আলাদা করা যায়।''
-------------হুমায়ূন আহমেদ
ঝম ঝম বৃষ্টির মধ্যেও চোখের
পানি আলাদা করা যায়।''
-------------হুমায়ূন আহমেদ
ভালবাসাকে যে অপমান করে, সে জীবনে আর ভালবাসা পায় না।
--- কাজী নজরুল ইসলাম
" ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই
অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে
আসে না, ডেকে আনতে হয়। "
--- ইলা অলড্রিচ
অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে
আসে না, ডেকে আনতে হয়। "
--- ইলা অলড্রিচ
সাধারণ মানুষের বেশির ভাগ স্বপ্নই অপূর্ণ থাকে । শুধু
ভাগ্যবান মানুষদের সব স্বপ্ন পূর্ণ হয় ।
ভাগ্যবান মানুষদের সব স্বপ্ন পূর্ণ হয় ।
""কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা। আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।"" কাজী নজরুল ইসলাম
আল্লাহ তায়ালা বলেছেন , যে ব্যাক্তি আমার ভয়ে এক ফোটা চোখের পানি ফেলবে , আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিব।
" ঐ ঘরের সুখের দরজা বন্ধ করে দেওয়া হয় , যে ঘর থেকে মেয়েদের উচ্চ আওয়াজ বের হয়ে আসে। ""* শেখ সাদী (রহ:)
মানুষের জীবনে সুখ আসে , দুঃখও আসে কিন্তু একটা সুখের মুখ দেখতে না দেখতেই দুঃখ এসে গ্রাস করে আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না জানি না আনন্দ নামে পাখিটি দীর্ঘস্থায়ী হবে কবে এই পাখিটির আশায় দিন গুনতে গুণতে পাড়ি জমবে শেষ নি:শ্বাসে।
বাস্তবতা চড়ম সত্যকেও
হার মানায় l
_________ন্যাপসান
হার মানায় l
_________ন্যাপসান
যদি মনে হয় শস্যের ভিতরেই ভূত;
তবে গোটা শস্যটাই পুড়িয়ে দাও
অপেক্ষা করো নতুন প্রজন্মের
জন্যে।
_________দাউদ হায়দার
তবে গোটা শস্যটাই পুড়িয়ে দাও
অপেক্ষা করো নতুন প্রজন্মের
জন্যে।
_________দাউদ হায়দার
সময়ের সমুদ্রে বাস করি
অথচ এক মুহূর্ত সময় নেই l
অথচ এক মুহূর্ত সময় নেই l
______রবী ঠাকুর
মেয়েদের বুদ্ধি বেশি !
তবে তারা এর যথাযথ
ব্যবহার করতে পারেনা l
________অস্কার ওয়াইল্ড
তবে তারা এর যথাযথ
ব্যবহার করতে পারেনা l
________অস্কার ওয়াইল্ড
দুজনের ভাল-লাগা থেকে
যে সম্পর্কের সৃষ্টি হয়,
সেটা অটুট,কেবল মৃত্যুতেই
ঘটে ঐ সম্পর্কের সমাপ্তি l
_______হাজবার্গ
যে সম্পর্কের সৃষ্টি হয়,
সেটা অটুট,কেবল মৃত্যুতেই
ঘটে ঐ সম্পর্কের সমাপ্তি l
_______হাজবার্গ
১জন গম্ভীর মানুষের সাথে
কিছুটা সময় ব্যায় করুন,
তাহলে বুঝবেন যে,জীবনটাকে
জাপন করা
কতটা কঠিন হতে পারে l
_________হিউমাস
কিছুটা সময় ব্যায় করুন,
তাহলে বুঝবেন যে,জীবনটাকে
জাপন করা
কতটা কঠিন হতে পারে l
_________হিউমাস
*"" পুরুষের জন্য নারীর চেয়ে ক্ষতিকর ও কষ্টকর পরীক্ষা আমি আর কিছু রেখে যাচ্ছি না। ""* হযরত মোহাম্মদ (সা:)
*"" একজন নারী হয় ভালোবাসবে অথবা ঘৃণা করে , এছাড়া জানে না তৃতীয় কোন পন্থা
ঘৃনা আর ভালবাসার দুরত্ব বুঝি বেশী নয়। মানুষের মনে তারা পাশাপাশি দুটিপাখির মত বাস করে। একজনকে ডাকদিলে অন্যজনও ডেকে ওঠে।
—শীর্ষেন্দু মুখোপাধ্যায়
যে সম্পর্কটার সম্পাপ্তি ঘটে
কয়েকটি বাক্যব্যায়ের মাধ্যমে,
সেই সম্পর্কে কখনোই
ভালবাসা কিনবা প্রেম থাকেনা,
থাকে লোভ,মতলব কিনবা
কোন উদ্যেশ্য l
________হাজবার্গ
কয়েকটি বাক্যব্যায়ের মাধ্যমে,
সেই সম্পর্কে কখনোই
ভালবাসা কিনবা প্রেম থাকেনা,
থাকে লোভ,মতলব কিনবা
কোন উদ্যেশ্য l
________হাজবার্গ
"" তোমার যা নেই তার পেছনে ছুটো যা আছে তা নষ্ট করো না , মনে রেখো আজকে তোমার যা আছে , গতকাল তুমি সেটার পিছনে ছুটে ছিলে। ""
“হে মুমিনগন তোমাদের নারী ও
মেয়েদের এমন পোষাক পরতে দিয়ো না,
যা পরলে শরীরের গঠন প্রকাশ
পায়,কিয়ামতের দিন তোমাদেরই এর জন্য
আল্লাহ্ তায়ালার কাছে জবাব দিতে
হবে।” ______ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
মেয়েদের এমন পোষাক পরতে দিয়ো না,
যা পরলে শরীরের গঠন প্রকাশ
পায়,কিয়ামতের দিন তোমাদেরই এর জন্য
আল্লাহ্ তায়ালার কাছে জবাব দিতে
হবে।” ______ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)
হযরত শেখ সাদী (রহ) এর উপদেশ
'
১. বিড়ালকে স্নেহ করলে কোলে উঠে ।
২. বানরকে স্নেহু করলে মাথায় উঠে ।
৩. স্ত্রীলোকদের কখনো বিশ্বাস করবেন না ।
৪. কখনো তিন বেক্তির কাছে গোপন কথা বলবেন নাঃ
স্ত্রীলোক , শত্রু , মূর্খ বা বোকা ।
৫. মিথ্যাবাদীদের স্মরণ শক্তি অনেক বেশি ।
৬. সকল কাজে মদ্ধম পন্থা অবলম্বন করবে ।
৭. পরিক্ষা ছাড়া কোন কিছু হটাৎ বিশ্বাস করো না ।
৮. পথের সম্বল অন্নের হাতে রেখো না ।
৯. যৌবনের সময় ইহকাল ও পরকালের পাথেয় জোগাড় করে রাখবে ।
১০. কোন কাজ না শিখায়ে ওস্তাদি করো না ।
১১. কোন কাজের ফলাফল না পেয়ে নিশ্চিত হয়ও না
'
১. বিড়ালকে স্নেহ করলে কোলে উঠে ।
২. বানরকে স্নেহু করলে মাথায় উঠে ।
৩. স্ত্রীলোকদের কখনো বিশ্বাস করবেন না ।
৪. কখনো তিন বেক্তির কাছে গোপন কথা বলবেন নাঃ
স্ত্রীলোক , শত্রু , মূর্খ বা বোকা ।
৫. মিথ্যাবাদীদের স্মরণ শক্তি অনেক বেশি ।
৬. সকল কাজে মদ্ধম পন্থা অবলম্বন করবে ।
৭. পরিক্ষা ছাড়া কোন কিছু হটাৎ বিশ্বাস করো না ।
৮. পথের সম্বল অন্নের হাতে রেখো না ।
৯. যৌবনের সময় ইহকাল ও পরকালের পাথেয় জোগাড় করে রাখবে ।
১০. কোন কাজ না শিখায়ে ওস্তাদি করো না ।
১১. কোন কাজের ফলাফল না পেয়ে নিশ্চিত হয়ও না
শত্রু মৃত্যু বরন করলে তাতে অানন্দের কিছু নেই , কারন আমাদের জিবন তো অার চিরস্থায়ী নই | ( মহা মনিষি শেখ সা'দী রহ:)
তুমি যা শিক্ষাগ্রহণ করলে তা যদি তোমার জীবনে বাস্তবায়িত করতে না পার তবে তুমি মস্তবড় বোকা। - শেখ সাদি (রহঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন