দুর্নীতি..................
নীতির পথ পরিহার করে অন্যায়ের পথ বেছে নেওয়াকে দুর্নীতি বলে।
যার প্রচলন আমাদের দেশে অনন্যা দেশের চেও বেশি। যা বলার
অপেক্ষা রাখেনা।আমাদের দেশে পড়ালেখার সার্টিফিকেটের চেও
ঘুষের টাকার মর্যাদা বেশি। তাই যারা মূলত যোগ্য তাদের চাকুরি
নেই।
যার প্রচলন আমাদের দেশে অনন্যা দেশের চেও বেশি। যা বলার
অপেক্ষা রাখেনা।আমাদের দেশে পড়ালেখার সার্টিফিকেটের চেও
ঘুষের টাকার মর্যাদা বেশি। তাই যারা মূলত যোগ্য তাদের চাকুরি
নেই।
যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহন করবে সেখানেও চলে টাকার খেলা।
দেখাযায় ভর্তি পরীক্ষায় পাশকরা সত্যও ঘুষ ছাড়া ভর্তি করা হয় না।
হয়তো মামা, খালু থাকতে হবে,নয় তো বা মানি অর্থাৎ টাকা দাও,
তাহলেই তুমি ভর্তি হতে পারবে। যেমনটি ঘটেছে আমার এক বন্ধুর
সাথে।
কোথাও আজ নীতি নাই, মনে হয় নীতির মা বহুকাল পূর্বেই মারা গেছে।
দেখাযায় ভর্তি পরীক্ষায় পাশকরা সত্যও ঘুষ ছাড়া ভর্তি করা হয় না।
হয়তো মামা, খালু থাকতে হবে,নয় তো বা মানি অর্থাৎ টাকা দাও,
তাহলেই তুমি ভর্তি হতে পারবে। যেমনটি ঘটেছে আমার এক বন্ধুর
সাথে।
কোথাও আজ নীতি নাই, মনে হয় নীতির মা বহুকাল পূর্বেই মারা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন