আয়্যামে জাহিল্যিাত,
বর্তমানে বাংলাদেশে আয়্যামে জাহিল্যিাতের যুগ শুরু হয়েগেছে। আয়্যামে জাহিল্যিাত, এর লোকেরা অন্যায় কি জিনিশ এটা তারা বুঝতনা,এমন কি চেষ্টাও করতনা। জীবিত কন্যা কে মাটি চাপা দিয়ে জীবন শেষ করে দিত। পিতা ছেলেকে ছেলে পিতা কে কোন কারন ছাড়াই হত্যা করে ফেলতো।
যা আজ বাংলাদেশে প্রায় শুরু হয়েগেছে, এইতো একটু আগে মাত্র ফেসবুকে বসা মাত্রই একজন সাদা দাড়িওয়ালা মুরুব্বির কাফন পরিধান করানো ছবি সামনে আসলো। তাই পরার কওতুহল জাগল। পড়ে দেখলাম মুরুব্বির ছেলেরা সম্পদের দরুন তাকে পিটিয়ে দুনিয়া থেকে বিয়ায় করে দিয়েছে।
কতটুকু হিংস্র জানোয়ার হলে এমন কাজ করা সম্ভব। ভেবে দেখার বিষয়।
বর্তমানে বাংলাদেশে আয়্যামে জাহিল্যিাতের যুগ শুরু হয়েগেছে। আয়্যামে জাহিল্যিাত, এর লোকেরা অন্যায় কি জিনিশ এটা তারা বুঝতনা,এমন কি চেষ্টাও করতনা। জীবিত কন্যা কে মাটি চাপা দিয়ে জীবন শেষ করে দিত। পিতা ছেলেকে ছেলে পিতা কে কোন কারন ছাড়াই হত্যা করে ফেলতো।
যা আজ বাংলাদেশে প্রায় শুরু হয়েগেছে, এইতো একটু আগে মাত্র ফেসবুকে বসা মাত্রই একজন সাদা দাড়িওয়ালা মুরুব্বির কাফন পরিধান করানো ছবি সামনে আসলো। তাই পরার কওতুহল জাগল। পড়ে দেখলাম মুরুব্বির ছেলেরা সম্পদের দরুন তাকে পিটিয়ে দুনিয়া থেকে বিয়ায় করে দিয়েছে।
কতটুকু হিংস্র জানোয়ার হলে এমন কাজ করা সম্ভব। ভেবে দেখার বিষয়।
(ইমরান আদিব)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন