সোমবার, ৮ জুন, ২০১৫

মানবজাতি

মানবজাতি কে আল্লাহ্‌ রব্বুল আলামিন,ভাল-খারাপ উভয় কাজ করার যোগ্যতা দান করেছেন।কিন্তু মালায়িকাহ অর্থাৎ ফেরেশতাদের ভাল কাজ করারা যোগ্যতা দান করেছেন।কিন্তু খারাপ কাজ করারা যোগ্যতা দান করেননি।
আর ঐ মানব তার বিবেক দ্বারা ভাল মন্দ যাচাই করে যখন সে ভাল কাজ করে।গুনাহ থেকে বিরত থাকে, তখন সে আল্লাহ্‌ তায়ালা থেকে পুরুস্কিত হয়। জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভ করে।
ইদানিং কাল পচ্চিমাদের অনুসরণের দরুন, মানুষ ইসলাম থকে বিচ্ছিন্ন হয়ে সঠিক পথ থেকে বিচ্চ্যুত হচ্ছে। গুনাহের কাজ ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, ক্রমে ক্রমে বেড়েই চলছে। ইসলামের বিধান মানা ছাড়া টা থেকে নিষ্কৃতি পাওয়ার কোন সম্ভবনা নাই। আমাদের দেসের অবস্তা তো না বললেই চলে। দিন রাতে মানুষ হত্যা,গুম,খুন, তো মামুলি ব্যপার। প্রতিবাদ করারা ক্ষমতা থাকা সত্যেও মুখ খোলা হচ্ছেনা গ্রেফতারের ভয়ে।
পৃথিবীতে যত দেস বা জনপদ বা বসতীতে আল্লাহর আজাব নাযিল হয়েছে,তাদের বদ আমলের কারনে। জানিনা কখন জানি সেই সাস্তি আমাদের নিকট এসে পড়ে।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সকল কে গুনাহ থেকে বিরত থাকার তাওফিক দান করুক।
(আমিন)
ইমরান হুসাইন আদিব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন