সোমবার, ৮ জুন, ২০১৫

ডেন্ডি (এক জাতীয় জুতার আঠা)

ডেন্ডি (এক জাতীয় জুতার আঠা)
আমারাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংলগ্ন ব্রিটিশ আমলের সাত তলা একটি বিল্ডিং। অনেক পুরনো। দেখলে মনে হয় ইট গুলো খশে খশে পড়ে যাচ্ছে।কিন্তু না তা একেবারেই মজবুত সেই আমলের মাটি দিয়ে তৈরী। বর্তমানে এটি তিন তলা অবশিষ্ট আছে।এর বাকি চার তলা মাটির নিচে ডেবে গেছে, লোক মুখে শোনা, জানিনা কতটুকু সত্য।
তো গতকাল দুপুরে খাবার শেসে সাকিল ভাই (আমার ছাত্র ভাই) আমাকে আর কয়েকজন কে, বললো ইমরান ভাই দেখেন কিভাবে একা একা একটি ছেলে ফিল্ম এর নায়কের ন্যয় অভিনয় করছে। প্রথমে দেখে খুব হাসি পেল।
কিছুক্ষণ পরে দেখলাম একটি সাদা পলি ফুলিয়ে তার ভিতর থেকে দীর্ঘ শ্বাস নিচ্ছে আর আবল তাবল দেয়ালের দিকে ইশারা করে কি যেন বলছে। প্রথমে হাসি পেলেও হটাৎ হাসসজ্জল মুখটি মলিন হয়ে গেলো। কারন জানতে পারলাম তা নাকি জুতার আঠা।
এগুলো অর্থাৎ ডেন্ডি, গাঁজা,ফেন্সিডেল,মদ, হিরোইন, ইয়াবা এগুলো ইসলামে নিষিদ্ধ, কারন এর দ্বারা মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়। বর্তমানে এ জাতীয় নেশার কারনে অনেক ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। আর এই নেসার কারনে পুলিশ কন্যা (ঐশী) এর হাতে বলি হয়েছিলেন তার জন্ম দাতা পিতা-মাতা।
আর বর্তমানে যেই ইয়বা দোকানে বিক্রি হয়, তা মূলত ইয়াবা না, সেগুলো নাকি মায়াবড়ি যেগুলো খেলে মানুষ তার জৈবিক চাহিদা চিরতরে হারিয়ে ফেলে।
তাই সকল কে আ জাতীয় নেসা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
                                                                    (ইমরান হুসাইন আদিব)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন