মঙ্গলবার, ৯ জুন, ২০১৫

প্রেসিডেন্ট ওবামা





মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে তাদের কৌশলের ঘাটতি আছে। সোমবার জার্মানিতে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭ এর সম্মেলনের ফাঁকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট ওবামা। গত বছর ওয়াশিংটনে এধরনের মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন ওবামা।  খবর বিবিসি ও টাইম’র।
প্রেসিডেন্ট ওবামা বলেন, আইএস যেভাবে দ্রুতগতিতে এবং আক্রমণাত্মকভাবে ছুটছে আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে ওই গতিতে ছুটতে পারিনি। তবে কেন আইএস এত দ্রুত ছুটছে সেই বিষয়ে কিছু বলেননি ওবামা। তিনি বলেন, ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দিতে পূর্ণাঙ্গ কৌশল নিতে পারেনি যুক্তরাষ্ট্র। তিনি ইরাকের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, তারা যেন এমন একটি বাহিনী গঠন করেন যারা আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকে। তিনি ইরাকি বাহিনী এবং সুন্নি মিলিশিয়া বাহিনীতে আরো নিয়োগ দেয়ারও আহ্বান জানান। গত ৯ মাস ধরে ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী হামলা চালালেও একের পর এক শহর দখল করে নিচ্ছে আইএস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন