কবর কারো জন্য আপন হয় অর্থাৎ জান্নাতের বাগানে রূপান্তরিত হয়। আবার কারো জন্য পর অর্থাৎ জাহান্নামে পরিণত হয়। জানি না,কখন মালাকুল মাওত এসে উপস্তিত হয়।
মানুষ মৃত্যুর ভয়ে যেখানে পালাক না কেন বা মজবুত কোন দুর্গে আত্মগোপন করুক না কেন আজরাইল (আঃ) থকে রক্ষা পাবেনা। আর কেও পাইনি কখনো এমনটি শুনিনি।
আজ বাদ আসর জানাজা নামাজ পড়লাম এলাকার একজন সুনাম ধন্য এক বেক্তির আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। (আমিন)
এবং এই থকে আমাদের উপদেশ নেওয়া উচিৎ দুনিয়ায় কেও আসার জন্য আগমন করেনি। সকলেই কবর পথের যাত্রী আমারা। আজ অমুক মারা গেছে কাল আমার সময় আসতে পারে। আর মৃত্যু কাওকে বলে আসেনা যে ভাই আপনি কালকে রেডি থাইকেন আমি কালকে আসতেছি। দুনিয়ায় আসার ছিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন ছিরিয়াল নাই। তাইত অনেক দেখা জায় ছেলের বয়স ২০ আর বাবার ৬৫ কিন্তু ছেলে আগে চলে যায়।
তাই আল্লাহ তায়ালা আমাদের সকল কে পরকালের জন্য কিছু করার সুজুগ দান করুক (আমিন)
____________________________ইমরান হুসাইন আদিব
আজ বাদ আসর জানাজা নামাজ পড়লাম এলাকার একজন সুনাম ধন্য এক বেক্তির আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। (আমিন)
এবং এই থকে আমাদের উপদেশ নেওয়া উচিৎ দুনিয়ায় কেও আসার জন্য আগমন করেনি। সকলেই কবর পথের যাত্রী আমারা। আজ অমুক মারা গেছে কাল আমার সময় আসতে পারে। আর মৃত্যু কাওকে বলে আসেনা যে ভাই আপনি কালকে রেডি থাইকেন আমি কালকে আসতেছি। দুনিয়ায় আসার ছিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন ছিরিয়াল নাই। তাইত অনেক দেখা জায় ছেলের বয়স ২০ আর বাবার ৬৫ কিন্তু ছেলে আগে চলে যায়।
তাই আল্লাহ তায়ালা আমাদের সকল কে পরকালের জন্য কিছু করার সুজুগ দান করুক (আমিন)
____________________________ইমরান হুসাইন আদিব
555555555
উত্তরমুছুন