প্রশ্ন-: মাজারে পশু যবেহ করার হুকুম কি? বা মাজারে কোন উপকার-অপকারের ক্ষেত্রে সাহায্য বা উদ্ধার প্রার্থনা করার বিধান কি?
উত্তর: মাজারে পশু যবেহ করা বড় শিরক। যে এরূপ করবে সে অভিশপ্ত। আলী (রা:) কর্তৃক বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি গাইরুল্লাহ্র নামে প্রাণী যবেহ করে আল্লাহ্ তার প্রতি লানত (অভিশাপ) করেন। (মুসলিম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন