বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০১৫

কোন নবী কোন দেশে এসেছেন?


1.আদম (আ.)-শ্রীলন্কা
2.নূহ (আ.)-জর্ডান
3.শোয়াইব (আ.)-সিরিয়া
4.সালেহ (আ.)-লেবানন
5.ঈব্রাহীম (আ.)-ইরাক
6.ইসমাঈল (আ.)-সৌদি আরব
7.ইয়াকুব (আ.)-ফিলিস্তিন
8.ইয়াহ ইয়া (আ.)-ফিলিস্তিন
9.জাকারিয়া (আ.)-ফিলিস্তিন
10.ইসহাক (আ.)-ফিলিস্তিন
11.ইউসুফ (আ.)-ফিলিস্তিন
12.লুত (আ.)-জর্ডান+ইরাক
13.আইয়ুব (আ.)-জর্ডান
14.হুদ (আ.)-ইয়েমেন
15.মুহাম্মদ (সা.)-সৌদি আরব.
.
.
.
নবীদের বয়স-
আদম (আঃ)-১০০০ বছর।
নূহ (আঃ)-৯৫০ বছর।
শুয়াইব (আঃ)-৮৮২ বছর।
সালেহ (আঃ)-৫৮৬ বছর।
যাকারিয়া (আঃ)-২০৭ বছর।
ইব্রাহিম (আঃ)-১৯৫ বছর।
সুলাইমান (আঃ)-১৩৭ বছর।
ইয়াকুব (আঃ)-১২৯ বছর।
মুসা (আঃ)-১২৫ বছর।
ইসহাক (আঃ)-১৫০ বছর।
হারুন (আঃ)-১১৯ বছর।
ইউসুফ (আঃ)-১১০ বছর।
বিশ্বনবী হযরত মুহাম্মাদ
(সাঃ)-৬৩ বছর।,
,
,
.
.
.
.
মৃত্যুর সাথে সাথেই আমাদের
নাম হয়ে যায়"লাশ"
লোকে বলবে "লাশের
পা টা একটু সোজা করেন"
"লাশকে একটু
বরফে রাখলে ভালো হয়"
"লাশকে কবরে নেয়ার সময়
হয়েছে। তখন কেউ আর ডাক নাম
ধরে ডাকবেনা,
ডাকবেনা ম্যাডাম বা স্যার
বলে, বলবে শুধুই একটা লাশ।
অনেকে আবার চেহারাটা ও
দেখবেনা,
রাতে ভয়
পাবে বলে।যদি ও আপনার
জীবত অবস্থায় আপন রুপ ছিল
অতুলনীয়।
আসলে কতইনা কষ্টের
হবে সেই সময়টা, যখন আপনার আপনজনই
আপনাকে,কাধে নিয়ে আপন ঘর
থেকে আপনাকে বের
করে দিবে, বাড়ীর পাশে,
অন্ধকার একটা যায়গার
দিকে নিয়ে যাবে। যেই জা্য়গার
পাশ
দিয়ে, হয়ত
আপনি,হাজারো বার, বন্ধু
নিয়ে,হাসতে হাসতে, পথ
চলে ছিলেন। কতইনা অসহায়
হবে, আমরা সেই দিন, দেখব,
শুনব, কিন্তু কিছুই বলার থাকবে না।
ইয়া আল্লাহ,
আমরা শিকার করছি,
অমরা অনেক গুনাহগার, এই
জীবনে, বুঝে, না বুঝে, অনেক
অপরাধ করেছি, কিন্তু
তুমিতো দয়াবান, আল্লাহ আমরা সকল
পাপ
থেকে, তোমার
দরবারে তওবা করছি,
তুমি আমাদেরকে ক্ষমা করে দাও
। আমিন ।...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন