রবিবার, ৯ আগস্ট, ২০১৫

মুক্তি চাই.................

:
হযরত ওমর বিন আ.আযীয র.-এর শাষণামল সম্পর্কে পড়েছিলাম তাঁর ন্যায় ও ইনসাফের কারণে বাঘ ও হরিন চিরশত্রু হওয়া সত্বেও বাঘ হরিনের ওপর আক্রমন করতো না। সারা রাজ্যে বিরাজ করতো শান্তি আর শান্তি। সবল-দূর্বলের ওপর আক্রমনও করতোনা। তার রাজ্যের প্রতিটি সদস্যের মাঝে বিরাজিত ছিলো তাঁর ইনসাফের প্রতিচ্ছবি।
:
হটাৎ একদিন কেউ দেখলেন অগত্যা একটি বাঘ হরিনের ওপর আক্রমন করে বসেছে। তিনি মন্তব্য করলেন, আজ হয়তো ওমর বিন আ.আযীয র. ইন্তেকাল করেছেন। খোঁজ নিয়ে দেখা গেলো সত্যিই তিনি ইন্তেকাল করেছেন।
:
২.
:
গনতন্ত্রের মানস কন্যা ও শান্তি প্রতিষ্ঠার শ্লোগানে উজ্জিবিত প্রধানমন্ত্রীর শাষণামল চলছে। যিনি মদীনা সনদ অনুসারে রাষ্ট্র পরিচালনা করেন(?) তাঁর ন্যায় পরায়ন (?) শাষণামলে গত কিছুদিন আগে সিলেটে পিটিয়ে হত্যা করা হলো রাজনকে। সেই ঘা শুঁকাতে না শুঁকাতেই পায়ু পথে কম্প্রেষার মেশিনে হাওয়া চালনা করে নির্মম ভাবে হত্যা করা হলো শিশু রাকিবকে। ছাত্রলিগের হায়েনাদের চরম ভদ্রতার (?) শিকার গর্ভবতী মা ও শিশু। গত কয়েক বছরে গুম-খুনের ফিরিস্তিও অনেক দীর্ঘ।
সারা রাজ্যেই বিরাজ করছে তার ন্যায়-নিষ্ট(?) শাষণের ভয়াবহ চিত্র। তবু তিনি নির্বিকার।
:
দেশে আইনের শাষন চলছে বলে গলা ফাটিয়েই যাচ্ছেন তিনি। সাথে তার মন্ত্রীপরিষদ ও। তাঁর মানষিকতার হিংস্রতা আর ভয়বহতাই আজ পুরো জাতিকে অমানুষে পরিণত করছে।
:
কী যে হলো বুঝতেই পারছি না। মসজিদের মিম্বরে বসে নাস্তিক-মুরতাদদের গালি দিলে আওয়ামী সাপোর্টারদের গাত্রদাহ শুরু হয়ে যায়। ভারতের অন্যায়ের বিরুদ্ধে বললেও তারা ক্ষেপে যায়। অন্যায়ের বিরুদ্ধে বললেও তারা জ্বলে ওঠে।
:
ইসলামের কটাক্ষ হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন সেখানে [B.A.L] জড়িত। রাসূলের চরিত্রে কালিমা লেপন করা হচ্ছে সেখানেও[B.A.L]। অন্যায় ভাবে কারো জমি দখল করা হচ্ছে সেখানেও [B.A.L]। আলেমদের হয়রানী করা হচ্ছে সেখানেও তারা। তবু তারা ন্যায়ের পথেই আছেন।
:
আজ আর কাউকে কিচ্ছু বলতে ইচ্ছে করছে না। কারো কাছে কোনো অভিযোগও করবো না। শুধু তাঁর দরবারেই বিচার দায়ের করে রাখলাম।
“জালিম জনপদ মুক্তি দাও হে মালিক। কোন ত্রানকর্তা পাঠাও“ আমরা আর পারছি না। আর চাই না কোন মায়ের বুক খালি হোক। চাইনা আমি চাই না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন