মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

পরকীয়া কখনো সুখ দিতে পারে না।

বিশেষ করে বিবাহিতা বোনদের উদ্দেশ্যে দরদ নিয়ে কিছু কথা......ইসলাম শান্তির ধর্ম, হিন্দু ধর্মের মতো অনিচ্ছা সত্বেও স্বামীর সাথেই সারাজীবন কাটাতে হবে, এমন জুলুম ইসলাম ধর্মে নেই।আপনার স্বামীর সাথে বনাবনি হচ্ছে না, আপনার স্বামী অপারগ বা অন্য যে কোনো কারণে দাম্পত্য জীবন টিকিয়ে রাখা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। শরিয়ত আপনার জন্য বৈধ একটি সুব্যবস্থা রেখেছে, আপনার স্বামীকে মহরের দাবী ছেড়ে দিয়ে বা অর্থ সম্পদের লোভ দেখিয়ে যে কোনো মূল্যে রাজি করান! এবং তার থেকে তালাক নিয়ে অন্যত্র বিয়ে বসুন! (শরিয়তের পরিভাষায় এটাকে 'خلع' বলে) তবুও স্বামীর ঘরে খেয়ে পরে পরপুরুষের সাথে নষ্টিফষ্টি করে নিজের যৌবন বিলিয়ে দিয়ে স্বামীর সাথে এত বড় নেমকহারামির বৈধতা ইসলাম কখনই দেয় না। আজ যার সাথে পরকীয়া করছেন তার স্বার্থ উদ্ধার হলে কাল সে আপনাকে লাথি মেরে দূর করে দিবে। রসুল সাঃ বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার আদেশ করতাম তাহলে স্বামীকে সেজদা করার জন্য স্ত্রীকে আদেশ করতাম। এতেই প্রতীয়মান হয় যে, স্বামীর প্রতি স্ত্রীর কী পরিমাণ ভক্তি শ্রদ্ধা থাকা দরকার। এবার একটু ভেবে দেখুন আপনার মধ্যে স্বামীর কতটুকু ভক্তি-শ্রদ্ধা ও ভালোবাসা বিদ্যমান?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন