মানুষ দাড়ি-টুপি রাখলেই মানুষের গন্ডি থেকে বের হয়ে ভিন্ন কনো জাতি হয়ে যায় না।
হুজুররাও মানুষ,হুজুরদেরও আছে তারুণ্য আছে, তারুণ্যের উচ্ছাস। হুজুরদেরও আছে ভরা যৌবন, আছে যৌবনের উত্তাপ। তবে তাদের যৌবন টাকার বিনিময়ে বিভিন্ন পার্কে বিক্রি হয় না। ব্যয় হয় না বিভিন্ন হোটেল বা পতিতালয়ে।
আল্লাহ বলেছেন,
فألهمها فجورها وتقواها . قد أفلح من زكاها وقد خاب من دساها.
আমি প্রত্যেক মানুষকে ভালো কাজ করারও শক্তি দিয়েছি, খারাপ কাজ করারও শক্তি দিয়েছি। যে ভালো পথ বেছে নিয়েছে সে সফলকাম আর যে মন্দ পথ বেছে নিয়েছে সে ব্যর্থ।
فألهمها فجورها وتقواها . قد أفلح من زكاها وقد خاب من دساها.
আমি প্রত্যেক মানুষকে ভালো কাজ করারও শক্তি দিয়েছি, খারাপ কাজ করারও শক্তি দিয়েছি। যে ভালো পথ বেছে নিয়েছে সে সফলকাম আর যে মন্দ পথ বেছে নিয়েছে সে ব্যর্থ।
হুজুররা বুঝেশুনেই টুপি মাথায় দিচ্ছেন, পেন্ট-শার্ট, টাই না পরে গায়ে রসুলের সুন্নাতী পোষাক জড়িয়েছেন। তারা যে সম্মান পায় তা একজন এমপি, মন্ত্রীও পায় না।
পৃথিবীতে হুজুরদের বউ সব চেয়ে বেশি সুন্দরী হয়, এবং হুজুরদের বউয়েরা থাকে পৃথিবীর সব চেয়ে সুখী নারী।।
হুজুরদের বউদের পরকীয়া করতে হয় না, করেও না। স্বামীর রোদে পুড়ে প্রচন্ড গরমে কষ্টার্জিত টাকা-পয়সা অন্য কোনো পরপরুষের সাথে পরকীয়ায় খরচ করে না,তার অনুপস্থিতিতে পরপুরুষের সাথে নোংরামি, নষ্টামি আর অশ্লীল আলাপে মেতে উঠে না, স্বামী ছাড়া অন্য কোনো পরপুরুষকে "জান" বলে সম্বোধন করে না।
তাই অন্যান্য স্বামীদের মতো হুজুরদের টেনশন করতে করতে মাথার সব চুল পড়ে যায় না। ফলে সদা শান্তি বিরাজ করে তাদের দাম্পত্য জীবনে, যে শান্তি একজন কোটিপতিরও কপালে জুটে না।
তাই অন্যান্য স্বামীদের মতো হুজুরদের টেনশন করতে করতে মাথার সব চুল পড়ে যায় না। ফলে সদা শান্তি বিরাজ করে তাদের দাম্পত্য জীবনে, যে শান্তি একজন কোটিপতিরও কপালে জুটে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন