বর্ষা মওসুম। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বন্যা কবলিত হয়ে পড়ছে দেশের নিন্মাঞ্চল। ভারত আমাদের প্রতিবেশী। যা চেয়েছে, তাই পেয়েছে। সবই দিয়েছি তাদেরকে আমরা। এমনকি ট্রানজিটের নামে করিডোরও। কোথায় তারা আমাদেরকে সহযোগিতা করবে, উল্টো বাঁধগুলো খুলে দিয়েছে। যাতে করে উজান থেকে আরো পানি এসে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায়। বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হয়। হচ্ছেও তাই। আজ পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে যে, ভারতের গজল ডোবা ব্যারেজের গেট খুলে দেয়ায় লালমনিরহাটে তিস্তা নদীর পানি দোয়ানী পয়েন্টে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে তিন্তা নদীর চরাঞ্চল ও তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার ৫টি উপজেলার ১৬টি ইউনিয়নের ৯৫টি গ্রামের লক্ষাধিক মানুষ।
অথচ শুষ্ক মওসুমে যখন আমার পানি প্রয়োজন হয়, তখন তারা বাঁধ দিয়ে রাখে। এই তিস্তা নদীই মরুভূমিতে পরিণত হয়। কৃষকরা হাহাকার করে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ কেমন নিষ্ঠুর আচরণ আমাদের সঙ্গে! আমরা কবে মুক্তি পাব জুলুম থেকে! না প্রতিবেশী দেশটির সঙ্গে আমাদের লড়াইয়ে নামতে হবে। লড়াই যদি হয় সমাধান, তবে শুরু হোক লড়াইয়ের প্রস্তুতি।
অথচ শুষ্ক মওসুমে যখন আমার পানি প্রয়োজন হয়, তখন তারা বাঁধ দিয়ে রাখে। এই তিস্তা নদীই মরুভূমিতে পরিণত হয়। কৃষকরা হাহাকার করে। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এ কেমন নিষ্ঠুর আচরণ আমাদের সঙ্গে! আমরা কবে মুক্তি পাব জুলুম থেকে! না প্রতিবেশী দেশটির সঙ্গে আমাদের লড়াইয়ে নামতে হবে। লড়াই যদি হয় সমাধান, তবে শুরু হোক লড়াইয়ের প্রস্তুতি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন