বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

একজন নারীকে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় ফেলে নির্যাতন করা হচ্ছে






সাইফ রাহমান's photo.









কজন নারীকে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় ফেলে নির্যাতন করা হচ্ছে। আর আমরা সিনেমা দেখার মত তাকিয়ে তকিয়ে তা দেখছি। কিচ্ছু বলার সাহস পাইনি! আশ্চর্য মানুষ আমরা। একবার ভাবুন, আমাদের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
.
নিউজ পড়ে বিস্তারিত বুঝলাম। ভাবলাম, আওয়ামীলীগ নেতার ভাই হলে তো আর এমন হবেই!
.
উল্লেখ্য, ছবিতে যে নারীকে দেখা যাচ্ছে, উনি হলেন একজন টেইলারকর্মী। সেলাইর কাজ করে থাকেন আওয়ামীলীগ এক নেতার টেইলারীংয়ের দোকানে। অসুস্থ থাকায় দোকানে ক'দিন আসতে পারেন নি। তারপর এই যা হবার হলো আর কী!
.
আচ্ছা! এখন আমার কথা হলো, এই যে সবার সামনে লোকটা একজন মহিলাকে নির্যাতন করছে, আর তাকিয়ে তাকিয়ে সবাই দেখছেন! এটা কেমন করে? কিভাবে তাদের বিবেককে আটকিয়ে রাখলেন? ঐ মানুষ নামের পশুটাকে আপনারা কিছু করতে পারলেন না! হোক সে আওয়ামীলীগ অথবা প্রধানমন্ত্রীর ভাই, কুত্তারবাচ্ছাটাকে প্রকাশ্যে লাত্তি দিয়ে মেরে ফেলা উচিত ছিলো।
.
হে বিবেক! একটু জাগ্রত হও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন