রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

হযরত জিবরাঈল (আঃ) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সাঃ) এর দরবারে এসেছিলেন।

এক সাক্ষাতে হুজুর (সাঃ) জিবরাঈল (আঃ) কে জিঙ্গাসা করেছিলেন, হে জিবরাঈল!
আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে?
তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব।
দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আঃ) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে।
দশটি জিনিস হল _________
(১) বরকত তুলে নেব।
(২) এবাদত থেকে মজা তুলে নেব।
(৩) পরস্পর মহব্বত তুলে নেব।
(৪) লজ্জা তুলে নেব।
(৫) হক বিচার তুলে নেব।
(৬) সবর (ধৈর্য্য) তুলে নেব।
(৭) আলেম থেকে সত্য কথা তুলে নেব। অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না।
(৮) ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব।
(৯) ঈমানদার থাকবে না। ঈমান উঠে যাবে।
(১০) ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব। অর্থাৎ কোরআনকে উঠিয়ে নেব!! আফসোস আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নাম্বারটি বাকী
রয়েছে। যেদিন এ দুটি উঠে যাবে সেদিনই হবে শেষ সময়! হে মানুষ তুমি ভয় কর সেদিনকে, ভুল পথ থেকে সরে দাঁড়াও এবং সঠিক আলোয় জীবন গড়.....
                                   আল্লাহ-পাক সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। (আমিন)....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন