বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

“কালিমাতুশ শাহাদাহ ও চাঁদ তারার অপমান”

এক মুসলিম নামধারী ........ তেলাপোকার গায়ে কালিমা দিয়ে লেখা প্রকাশ করে ইসলামের উপর কালিমা লেপন করেছে। ধিক্কার জানাই তোর এই নোংরা মানসিকতার। ধিক্কার জানাই একজন কট্টর নাস্তিক বা কাফেরের থেকেও অধিক মুসলিম বিরোধী মানসিকতা লালন করায়।
চাঁদ তারা মুসলিম ঐতিহ্যের প্রতীক। এটা পাকিস্তানের পৈতৃক সম্পত্তি না। এ টুকু বুঝার জ্ঞানও তোমার নেই। সারা বিশ্বের প্রতিটি মসজিদের মিনারে শোভা পায় যে জিনিষটি, সেটা হলো এক ফালি চাঁদ। সাথে ছোট্ট একটি তারা। বাংলাদেশে তারা মসজিদ বিখ্যাত এক মসজিদ। চাঁদ-তারা কোন সন্ত্রাসের প্রতীক নয়।
আর পতাকার গায়ে কালিমা! আহ! সেটা কত গৌরবের। মুসলিম বিশ্বের প্রাণ, সৌদী আরবের জাতীয় পতাকায় লেখা রয়েছে কালিমাতুশ শাহাদাহ - লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ সেই পতাকার অংশকেই প্রতীক বানানো হয়েছে সন্ত্রাসের, মৌলবাদের, জঙ্গীবাদের। ছি.
* যার কালিমার প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, সে আবার কিসের মুসলমান?
* যার চাঁদ তারার প্রতি সম্মান নাই সে আবার কিসের মুসলমান?
* আমেরিকা কে দিয়ে বাংলাদেশের ইসলামপন্থীদের হত্যার আহবান জানায় সে আবার কিসের মুসলমান?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন