পাকিস্তানের সাবেক জাস্টিস শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানী দাঃবাঃ বর্তমান মুসলিম উম্মাহের জন্য আল্লাহর বিশেষ রহমত। আলেম-উলামাদের নিকট রত্ন তুল্য এক মহান ব্যক্তিত্ব। যোগ্য পিতার সুযোগ্য সন্তান। তাঁর যত কিতাব পড়ি ততই মুগ্ধ হই, হই অভিভূত, বিস্মিত। ইলমের গভীর সমুদ্রের তলদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মণি মুক্তা কুড়িয়ে এনে সুক্ষ্ম থেকে সুক্ষ্ম আধুনিক জটিলতর মাসআলার সমাধান দিয়ে থাকেন, তা সত্যিই অবাক করার মতো। তাঁর রচিত কিতাবের গ্রহণযোগ্যতা যেমন উপমহাদেশে আছে তেমনি আরব বিশ্ব সহ সকল দেশেই রয়েছে প্রচুর গ্রহণযোগ্যতা।আগামিকাল আধুনিক মাসআলার সমাধান সম্পর্কে তাঁর লিখিত কিতাব "بحوث "في قضايا فقهية এর পরীক্ষা। আল্লাহ হুজুরকে দীর্ঘ হায়াত দান করে মুসলিম উম্মাহ তাঁর থেকে আরো বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন