রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

●●বিশেষ (জুম্‘আর) দিনের আমল●●

༺ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ༻
আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু
●●জুম্‘আর নামাযের উদ্দেশ্যে ৬ টি কাজ করতে হবে ●●
১. জুম্‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা ।
২. আযানের পূর্বেই মসজিদে রওনা হওয়া।
৩. পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
৪. ঈমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ স্থান
পেলে ১ম কাতারে নতুবা ২য় কাতারে বসা।
৫. উভয় খুতবা মনযোগ সহকারে শুনা।
৬. খুতবার সময় কোন কথা বা কাজ না করা।
ফায়দা : প্রত্যেক কদমে ১ বৎসর নফল রোজার ও
১ বৎসর নফল নামাযের সাওয়াব পাওয়া যাবে।
( তিরমিযী-পৃষ্ঠা: ১৩১.হাদীস নং: ৪৯২)
(বিঃদ্রঃ বিস্তারিত নবীজী সুন্নত বই এর পৃষ্ঠা: ৪০)
●●জুমাআর দিনের অন্যান্য আমল ●●
২. সূরা কাহাফ পড়া।
(কমপক্ষে ১০ আয়াত) (মুসলিম হাদীস নং ৮০৯;
তাফসীরে ইবনে কাসীর-৩/৭৯)
ফায়দাঃ দাজ্জালের ফিতনা হতে রক্ষা পাওয়া যায়।
৩. সালাতুল তাসবীহ নামায পড়া।
রাকাআতঃ এক সাথে ৪ রাকাত অথবা,
২,২ রাকাআত করে পড়া।
(আবু দাঊদ হাদীস নং ১২৯৭)
ফায়দাঃ সকল প্রকার গুনাহ থেকে মাফ পাওয়া যায়।
৪. উত্তম পোশাক ও খুশবু লাগিয়ে নামাযে আসা।
(বুখারী হাদীস নং ৮৮৩, ৮৮৬)
খুশবু ব্যবহারে নিম্নোক্ত নিয়্যত করা
• এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত।
• আমাদের শরীরের ঘামের গন্ধ হতে যাতে অন্যদের কষ্ট না হয়।
• মুসলমান ভাইদের অন্তর খুশি করা।
• হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন –
”যারা গরীব, খুশবু কেনার টাকা নেই, তাদের জন্য গোসল হচ্ছে খুশবু।”
৫. দুই খুতবার মাঝে যখন ঈমাম সাহেব বসে
তখন অন্তরে দু’আ করা, মুখে নয়।
(তিরমিযী হাদীস নং ৫২৮)
ফায়দাঃ এ সময় দু’আ কবুল হওয়অর ওয়াদা রয়েছে।
৬. আছরের পর ৮০ বার এই দুরুদ শরীফ পড়া-
اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدِنِ ا لنَّبِىِّ الاُمِّىِّ وَعَلىاَلِه وَسَلِّمُ تَسلِيمً
[উচ্চারণঃ] আল্লাহুম্মা সাল্লি আ'লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়াআ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম তাসলিমা।
(আদদুররু মানযুদ ফিন সালাতি ওয়াস সালামি
আলা সহিবিল মাকামিল মাহমুদ-পৃষ্ঠা ১৬০)
ফায়দাঃ আল্লাহপাক ৮০ বছরের গুনাহ মাফ করে দিবেন।
যদি গুনাহ না থাকে তবে জান্নাতে তার মর্তবা বৃদ্ধি
করবেন এবং তার আমল নামায় ৮০ বতসরের
ইবাদতের সওয়াব লিখে দিবেন
৭. বেলা ডোবার আগে (মাগরিবের) ১০/১৫
মিনিট আগে মসজিদে এসে দা’আয় মশগুল হওয়া।
(আবু দাউদ-হাদীস নং ১০৪৮)
ফায়দাঃ এ সময়ও দু’আ কবুল হওয়ার ওয়অদা রয়েছে।
৮. এ দিনে অন্য দিনের তুলনায় বেশী দুরুদ পড়া।
(আবু দাউদ হাদীস নং ১০৪৭)
●●(Press "Like" & "Comments" & "Share")●●
●●(পছন্দ করুন এবং মন্তব্য করুন এবং বন্ধুদের জানান)●●
●●
“(تقبل الله منا و منكم) "
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। . অর্থাৎ -:
আল্লাহ তা 'য়ালা আমাদের ও আপনাদের সকলের নেক আমলগুলো কবুল করুন। ” আমীন"
●●
●●হে পরওয়ারদেগার! আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান কর এবং আখিরাতেও কল্যাণ দান কর এবং আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।” [বাকারা ২০১]
●●হে আল্লাহ এই পবিত্র দিনে আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন এবং দাজ্জালের ফিতনা হতে রক্ষা করুন এবং সুন্নাহের উপর চলার ও বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন এবং নেক আমল গুলো কবুল করে নিন ইমানের সাথে মৃত্যু দান করিয়েন ডান হাতে আমল নামা দিয়েন বিজলির নেয় পুল সিরার পার করিয়েন হাউজে কাউসার পানি পান করাইয়ে সর্বও শেষ জান্নাত দান করিয়েন। আমীন . আমীন . শুম্মা আমীন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন