༺ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ༻
আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু
(*মাঝখানের বৈঠক ও শেষ বৈঠক নিয়ে একটু ভাবুন!*)►
(*১৬৩*)►
যে সমস্ত গায়রে মুকাল্লিদরা বেতের নামাযে দুই রাকাতের পর তাশাহুদ পড়ে না তারা কি ফরজ তরক করে, না ওয়াজিব না সুন্নত?
(*১৬৪*)►
হাকীম সাদেক শিয়ালকুটি বেতের সম্পর্কে لا يقعد ওয়ালা যে হাদীস গ্রহণযোগ্য নয়। কারণ এর রাবীর মাঝে শাইবান হল জঈফ, আবান মুনফারিদ আর কাতাদা হল মুদাল্লিস। আর মুস্তাদরাকে অধিকাংশ নুসখায় এ বর্ণনা বিদ্যমান নয়। এ কারণেই মৌলবী আব্দুর রউফ গায়রে মুকাল্লিদও এ কথা স্বীকার করেছেন যে, এ বর্ণনাটি এ শব্দে বর্ণনা করা দোষমুক্ত নয়। {হাশিয়ায়ে সালাতুর রাসূল-৩৯১}
ইমাম বায়হাকী রহঃ এটাকে ভুল সাব্যস্ত করেছেন। {সুনানে বায়হাকী-৩/২৮}
আলবানী সাহেবও এটাকে “শাজ” বলে মন্তব্য করেছেন। {আরদাউল গলীল}
(*১৬৫*)►
এক ব্যক্তি মাঝখানে বৈঠকে তাশাহুদের বদলে আলহামদুলিল্লাহ পড়ে নিল, আর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার পর স্মরণ হল, এখন হাদীস অনুপাতে লোকটি নামায পূর্ণ করবে কিভাবে?
(*১৬৬*)►
মাঝখানের বৈঠকে তাশাহুদ পড়া ফরজ, ওয়াজিব না সুন্নত? কতটুকু পড়বে? শায়েখ আলবানী বলেনঃ দরূদও পড়বে। আর আব্দুল্লাহ রূপুরী সাহেব বলেনঃ দরূদ পড়বে না।
এ দুজনের মাঝে কার মাসআলাটি হাদীস অনুযায়ী সঠিক? কারটি ঠিক নয়? হাদীস দিয়ে প্রমাণ দেখান।
(*১৬৭*)►
শেষ বৈঠক ফরজ, ওয়াজিব না স্ন্নুত? যদি কেউ শেষ ছেড়ে দিয়ে পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে সে এখন কী করবে? সহীহ সরীহ হাদীস দিয়ে প্রমাণ করুন।
(*১৬৮*)►
শেষ বৈঠক করে তাশাহুদ পড়ে পঞ্চম রাকাতের জন্য যদি কেউ দাঁড়ায়, তাহলে সে এখন বাকি নামায কিভাবে পূর্ণ করবে? সহীহ সরীহ হাদীস দিয়ে প্রমাণ করুন।
(*১৬৯*)►
শেষ বৈঠকে তাশাহুদ পড়া ফরজ,ওয়াজিব না সুন্নত?
(*১৭০*)►
নাসায়ীতে তাক্বরীরী হাদীসে [উর্দু অনুবাদ-১/৪২৪] তাশাহুদ জোর আওয়াজে পড়া প্রমানিত। আপনাদের এ হাদীসের উপর আমল নেই কেন?
(*১৭১*)►
যদি কেউ শেষ বৈঠকে ভুলে তাশাহুদের স্থলে ফাতিহা পড়ে সালাম ফিরিয়ে দেয়, তাহলে সে কী করবে?
(*১৭২*)►
আখেরী বৈঠকে দরূদ শরীফ পড়া ফরজ, ওয়াজিব না সুন্নত?
দেখে নিন পূর্ব প্রকাশিত পোস্ট-
নামাযের যে সকল মাসআলায় কথিত আহলে হাদীস ভাইদের দলিল নেই --পর্ব-(*৮*)►
(*জলসায়ে ইস্তারাহাত তথা সেজদা থেকে দাঁড়ানোর আগে কিছুক্ষণ বসা ও গায়রে মুকাল্লিদদের ধোঁকা*)►
https://www.facebook.com/photo.php?fbid=819033661529384&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
নামাযের যে সকল মাসআলায় কথিত আহলে হাদীস ভাইদের দলিল নেই --পর্ব-(*৮*)►
(*জলসায়ে ইস্তারাহাত তথা সেজদা থেকে দাঁড়ানোর আগে কিছুক্ষণ বসা ও গায়রে মুকাল্লিদদের ধোঁকা*)►
https://www.facebook.com/photo.php?fbid=819033661529384&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
নামাযের যে সকল মাসআলায় কথিত আহলে হাদীস ভাইদের দলিল নেই --পর্ব-(*১০*)►
(*দরূদে ইবরাহিমীর উপর আলোচনা*)►
https://www.facebook.com/photo.php?fbid=819805354785548&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
(*দরূদে ইবরাহিমীর উপর আলোচনা*)►
https://www.facebook.com/photo.php?fbid=819805354785548&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
✪ আল্লাহ তায়ালা আমাদেরকে দ্বীনের সহিহ বুজ দান করুন ও সুন্নাহ অনুসারে চলার ও নেক আমল করার তাওফীক দান করুন। আমীন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন