শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

ডা. এড্রিক সাজিশন বেকার



ডা. এড্রিক সাজিশন বেকার। তিনি এমন একজন মানুষ যিনি পশ্চিমা বিশ্বের বিলাসবহুল জীবন ছেড়ে শুধুমাত্র হতদরিদ্র মানুষের সেবা করার জন্য আমাদের দেশে এসেছিলেন। নিজের অর্থায়নে মধুপুরের শোলাকুড়ি ইউনিয়নের কাইলাকুড়ি গ্রামে গড়ে তুলেছেন পূর্ণাঙ্গ একটি চিকিৎসাকেন্দ্র। গত ৩৫ বছর ধরে তিনি টাঙ্গাইল জেলার মধুপুরগড়ের হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বিনামূল্যে। কোনো রোগী চিকিৎসাকেন্দ্রে আসতে না পারলে দু-একজন সহকর্মীসহ সাইকেল চালিয়ে নিজেই বেরিয়ে পড়েন তাদের চিকিৎসাসেবা দিতে।
.
বিনিময় তিনি পেয়েছেন মানুষের নিখাদ ভালোবাসা। শুধুমাত্র মানুষের ভালোবাসাকে মুনাফা হিসেবে বিবেচনা করে তিনি প্রায় ৩ যুগ আমাদের দেশে কাটিয়ে দিতে পেরেছেন। এলাকার মানুষ ওনাকে ভালোবেসে ডাক্তার ভাই বলে ডাকতো।
.
গতকাল এই মহান মানুষটি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে।
.
উনি যেখানেই থাকুক ভালো থাকুক। পৃথিবী নামক গ্রহে ওনার মত আরো অনেক ডাক্তারভাই জন্ম নিক।মানবতা বেঁচে থাক মানুষের অন্তরে। শ্রদ্ধা জানাই ওনার মহান পেশার প্রতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন