মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মুসলমান দের অবস্থা কেমন হওয়া সমুচিত :

এক ব্যাক্তি ইমাম গাযালী রহঃ কে জিজ্ঞেস করলো, হযরত হাসান বসরী রহঃ সাহাবী ছিলেন কিনা? তিনি বললেন, না; কিন্তু তিনি যত সাহাবী দেখেছেন, অন্য কোন তাবেয়ীর সে ভাগ্য হয়নি। তারপর বললেন, একদিন তিনি বহু লোকের সাথে বসা ছিলেন। তাদের মধ্য হতে একজন জিজ্ঞেস করলেন হযরত! সাহাবীদের দৃষ্টিতে আমরা কেমন। তিনি উত্তরে বললেন, তোমাদেরকে তাঁরা দেখলে বলতেন, তোমরা শয়তান সম্প্রদায়ের অন্তর্গত। আর যদি তোমরা তাঁদেরকে দেখতে এবং তাঁদের আচার-ব্যবহার প্রত্যক্ষ করতে, তবে বলতে তাঁরাতো উন্মাদ। বোধ শক্তি বিবর্জিত পাগল। হযরত হাসান বসরীর বর্ণনামতে এ ছিলো তাবে তাবেয়ীদের অবস্থা। অথচ হিজরতের পর তখনও একশত চল্লিশ বছর অতিবাহিত হয়নি। আজ আমরা শত শত বছর পরের লোক। অথচ আমরা আমাদেরকে মুসলমান বলে পরিচয় দান করি। প্রতিমার উদ্দেশ্য সেজদা করে কপালে দাগ পড়ে গেছে। এ অবস্থায় মুসলমান বলে পরিচয় দিয়ে নিজেকে আর কতকাল দোষারোপ করবো? যারা পরবর্তী কালে জন্মগ্রহণ করবে, তাদের জন্য পরিতাপ। আল্লাহ্‌ জানেন তাদের কি অবস্থা হবে!  সুত্র : মাজালিসে গাযালী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন