যে সকল ভাই উট কিংবা গরুর এক বা একাধিক ভাগে কুরবানী দিয়ে থাকেন, তাদের ভাগে কুরবানী দেয়ার সময় খেয়াল রাখা উচিৎ হবে যে, যেই অর্থ দিয়ে সে এক বা একাধিক ভাগে শরীক হচ্ছে, সেই পয়সা দিয়ে যদি একটি ছাগল বা ভেড়া খরিদ করা যায়, তবে সে যেন ভাগে কুরবানী না দিয়ে একটি ছাগল বা ভেড়া কুরবানী দেয়; কারণ ভাগের কুরবানী থেকে একটি ছাগলের কুরবানী উত্তম। [দেখুন,মুগনী,১৩/৩৬৬]
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
================================ গরু-উটের একাংশ পরিবারের সকল সদস্যের পক্ষে যথেষ্ট হবে না; কারণ ছাগলের কুরবানীর ক্ষেত্রে তা বাড়ির সকলের পক্ষে যথেষ্ট হিসাবে দলীল বিদ্যমান কিন্তু উট-গরুর এক ভাগ বাড়ির সকলের পক্ষে যথেষ্ট মর্মে কোন দলীল নেই। এই মতের বিদ্বানগণ উপরের মতটিকে দলীলের বর্তমানে কিয়াস মনে করেন। আর দলীলের স্থানে কিয়াস অগ্রহণীয়। কারণ ভাগে শরীক হওয়ার দলীলগুলিতে ৭ ব্যক্তির উল্লেখ হয়েছে সাত পরিবার নয়। [সারাংশ,ফতাওয়াল্ লাজনা আদ্ দায়িমাহ,১১/৩৯৫-৩৯৬]
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ অবশ্য উট, গরু ও মহিষের ক্ষেত্রে এ পদ্ধতি জায়েয কি নাজায়েয অর্থাৎ উট বা গরুর এক সপ্তাংশ একটি পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে কি? – সে ব্যাপারে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলেন, যথেষ্ট নয়। কারণ, তাতে ৭ জনের অধিক ব্যক্তির শরীক হওয়া বৈধ নয়। তা ছাড়া পরিবারের তরফ থেকে একটি পূর্ণ ‘দম’ (জান) যথেষ্ট হবে। আর ৭ ভাগের ১ ভাগ পূর্ণ ‘দম’ নয়। (ফাতাওয়া শায়খ মুহাম্মদ বিন ইবরাহীম, ৬/১৪৯)।
================================
তাছাড়া একটি ছাগলের কুরবানী নিজ ও বাড়ির সকল সদস্যদের পক্ষে যথেষ্ট। আত্বা বিন্ ইয়াসার আবু আইয়ুব আনসারী (রাযি:) কে জিজ্ঞাসা করেন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে তোমাদের কুরবানী কেমন হত? তিনি বলেন: “নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে এক ব্যক্তি একটি ছাগল নিজ ও নিজ পরিবারের পক্ষে কুরবানী দিত, নিজে খেত এবং অপরকে খাওয়াত। অতঃপর লোকেরা বাড়াবাড়ি শুরু করে দেয়, যেমন দেখছ”। [তিরমিযী, আযাহী অধ্যায়, অনুচ্ছেদ নং ৭ হাদীস নং ১৫৩৯/ ইবনু মাজাহ, নং৩১৪৭]
==============================
ভাগা কুরাবানী থেকে বেরহয়ে আসুন,,,,পষু কুরবানী করুন,,,তৌফিক নাই বলে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ভাগা কুরবানী করে মাংস খাওয়ার উৎসবে মেতে ঊঠবেন না,,,আল্লাহ সব দেখছেন,,,পারলে উট দিন,,,নতুবা গরু/ছাগল/দুম্বা ইত্যাদি,,,,,(শুকরান)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
বি:দ্র: উপরের দলিল নিরিখে এক ভাগ কুরবানী ১ পরিবারের জন্য যথেস্ট নয়,,,,,& যে কোন ৭ ব্যাক্তির নামে নয়,,,,বরং ৭ ব্যাক্তির পক্ষ থেকে কুরবানী,,,কুরবানী শুধু মাত্র আল্লাহর নামে,,,,কারো নামে নীয়ে কুরবানী করলেতো শিরক হয়ে যাবে,,,,
মুদ্দা- কথা
ব্যাক্তির পক্ষ থেকে ভাগা কুরবানী যায়েজ ও দলিল বিদ্যমান but,,,,এক ভাগ ১ পরিবারের জন্য যথেস্ট নয়(ওয়াল্লাহু আলাম)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
================================ গরু-উটের একাংশ পরিবারের সকল সদস্যের পক্ষে যথেষ্ট হবে না; কারণ ছাগলের কুরবানীর ক্ষেত্রে তা বাড়ির সকলের পক্ষে যথেষ্ট হিসাবে দলীল বিদ্যমান কিন্তু উট-গরুর এক ভাগ বাড়ির সকলের পক্ষে যথেষ্ট মর্মে কোন দলীল নেই। এই মতের বিদ্বানগণ উপরের মতটিকে দলীলের বর্তমানে কিয়াস মনে করেন। আর দলীলের স্থানে কিয়াস অগ্রহণীয়। কারণ ভাগে শরীক হওয়ার দলীলগুলিতে ৭ ব্যক্তির উল্লেখ হয়েছে সাত পরিবার নয়। [সারাংশ,ফতাওয়াল্ লাজনা আদ্ দায়িমাহ,১১/৩৯৫-৩৯৬]
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦ অবশ্য উট, গরু ও মহিষের ক্ষেত্রে এ পদ্ধতি জায়েয কি নাজায়েয অর্থাৎ উট বা গরুর এক সপ্তাংশ একটি পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে কি? – সে ব্যাপারে উলামাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ বলেন, যথেষ্ট নয়। কারণ, তাতে ৭ জনের অধিক ব্যক্তির শরীক হওয়া বৈধ নয়। তা ছাড়া পরিবারের তরফ থেকে একটি পূর্ণ ‘দম’ (জান) যথেষ্ট হবে। আর ৭ ভাগের ১ ভাগ পূর্ণ ‘দম’ নয়। (ফাতাওয়া শায়খ মুহাম্মদ বিন ইবরাহীম, ৬/১৪৯)।
================================
তাছাড়া একটি ছাগলের কুরবানী নিজ ও বাড়ির সকল সদস্যদের পক্ষে যথেষ্ট। আত্বা বিন্ ইয়াসার আবু আইয়ুব আনসারী (রাযি:) কে জিজ্ঞাসা করেন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে তোমাদের কুরবানী কেমন হত? তিনি বলেন: “নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে এক ব্যক্তি একটি ছাগল নিজ ও নিজ পরিবারের পক্ষে কুরবানী দিত, নিজে খেত এবং অপরকে খাওয়াত। অতঃপর লোকেরা বাড়াবাড়ি শুরু করে দেয়, যেমন দেখছ”। [তিরমিযী, আযাহী অধ্যায়, অনুচ্ছেদ নং ৭ হাদীস নং ১৫৩৯/ ইবনু মাজাহ, নং৩১৪৭]
==============================
ভাগা কুরাবানী থেকে বেরহয়ে আসুন,,,,পষু কুরবানী করুন,,,তৌফিক নাই বলে আল্লাহর সাথে ধোঁকাবাজি করে ভাগা কুরবানী করে মাংস খাওয়ার উৎসবে মেতে ঊঠবেন না,,,আল্লাহ সব দেখছেন,,,পারলে উট দিন,,,নতুবা গরু/ছাগল/দুম্বা ইত্যাদি,,,,,(শুকরান)
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
বি:দ্র: উপরের দলিল নিরিখে এক ভাগ কুরবানী ১ পরিবারের জন্য যথেস্ট নয়,,,,,& যে কোন ৭ ব্যাক্তির নামে নয়,,,,বরং ৭ ব্যাক্তির পক্ষ থেকে কুরবানী,,,কুরবানী শুধু মাত্র আল্লাহর নামে,,,,কারো নামে নীয়ে কুরবানী করলেতো শিরক হয়ে যাবে,,,,
মুদ্দা- কথা
ব্যাক্তির পক্ষ থেকে ভাগা কুরবানী যায়েজ ও দলিল বিদ্যমান but,,,,এক ভাগ ১ পরিবারের জন্য যথেস্ট নয়(ওয়াল্লাহু আলাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন