শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

ইরানের চলচ্চিত্রে সৌদি প্রতিক্রিয়া

জুবায়ের হুসাইন ফয়জী's photo.

ইরানের তৈরি ‘মোহাম্মদ ম্যাসেঞ্জার অব গড’ শিরোনামের চলচ্চিত্রে রাসুলের (সা:) যে চরিত্র চিত্রিত হয়েছে তা সঠিকভাবে তুলে না ধরে উপহাস করা হয়েছে বলে অভিযোগ করেছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়েখ আব্দুল আজিজ আল-আসিক।
ছবিটি নিষিদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামে রাসুল (সা:) যেভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইরানের তৈরি এ চলচ্চিত্রে তার সঠিক আদর্শ উপস্থাপন করা হয়নি বলেও তার দাবি। তিনি অভিযোগ করেছেন, চলচ্চিত্রে যেভাবে রাসুল (সা:) কে উপস্থাপন করা হয়েছে সেভাবে ইসলাম প্রচার হয়নি।
0
এই ছবিটি ইরানের ১৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এই ছবিটি ইরানের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবিটির পরিচালক মাজিদ মাজিদি বলেন, ১৭১ মিনিটের এই প্রযোজনাটিতে ইসলামের ঐক্যকে উপস্থাপন করা হয়েছে। রাসুলের (সা:) আমলের তিন বিয়োগাত্মক কাহিনী উপস্থাপন করে ইসলামের সঠিক ভাবমূর্তি উপস্থাপন করা হয়েছে। চরমপন্থীদের বিকৃত করা হয়েছে বলে মনে করেন পরিচালক মাজিদ।
এদিকে বিশ্বখ্যাত আল-আযহার ইসলামি বিশ্ববিদ্যালয়ের চিন্তাবিদরা এই ছবিটির জন্য নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ইরানের সরকারকে ‘মোহাম্মদ ম্যাসেঞ্জার অব গড’ ছবিটি নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের ডিন আব্দুল ফাতাহ আল-আওয়ারি অভিযোগ করে বলেন, পরিচালক শরীয়াহ বোর্ডের বিধান লঙ্ঘন করে রাসুলকে (সা:) শারীরিকভাবে উপস্থাপন করেছেন। যা ইসলামের পরিপন্থী।
‘মোহাম্মদ ম্যাসেঞ্জার অব গড’ কানাডার মন্ট্রিল ফিল্ম ফেস্টিভালে গত বৃহস্পতিবার উপস্থাপন করা হয়। ছবিটিতে রাসুলকে (সা:) বাস্তবে শারীরিকভাবে দেখানোর জন্য তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব মুসলিম লীগ। বিশ্ব মুসলিম লীগের মহাসচিব আব্দুল বিন আব্দুল মহসেন আল-তুর্কি বলেন, তেহরানকে অবশ্যই এই ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। রাসুলের শারীরিক রুপ দিয়ে উপস্থাপন করা ইসলাম পরিপন্থী বলে তিনি জানান। বিশ্ব মুসলিম লীগের মহাসচিব মুসলমানদের এই ছবি বয়কট করারও আহ্বান জানান।
এর আগে ইরান ফ্রান্সের ব্যঙ্গ কার্টুন ম্যাগাজিন শার্লি হেবদো রাসুলকে নিয়ে ব্যঙ্গ করার জন্য নিন্দা জানিয়েছিল।
(কপি করা)
লিংক প্রথম কমেন্টে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন