কা'বা শরীফের ইমাম শেখ সউদ শুরাইম তার ওয়েবসাইটে মক্কার দুর্ঘটনায় শহীদ একজন ভাইয়ের ছবি শেয়ার করেছেন । তিনি শহীদ হয়েছেন সিজদাহরত অবস্থায় । হাদীসে এসেছে, ব্যক্তি যে অবস্থায় মারা যাবে তার হাশর-নশর সেই অবস্থায়ই হবে' । একবার চিন্তা করুন, আমাদের এই প্রিয় ভাইয়ের হাশর হবে এমতবস্থায় যে সে সিজদায় অবনত ।
ভাইটি মহাভাগ্যবানই বলতে হবে । কারনঃ
১: দুর্ঘটনাটি ঘটে এবং তিনি শহীদ হন শুক্রবারে, যা বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন।
২ : আছরের নামাজের পরে দুয়া কবুল হয়। দুর্ঘটনা আছরের নামাজের পরেই ঘটেছিল।
৩ : সিজদাহরত অবস্থায় দুয়া কবুল হয়। তিনি সিজদাহরতই ছিলেন।
৪ : পাশেই কুরআন ছিলো। মানে তিনি কুরআন পড়ছিলেন, যা সর্বোত্তম ইবাদাত ।
৫ : আর মাসজিদে হারাম পৃথিবীর সবচেয়ে মর্জাদাপূর্ণ স্থান। লোকটা মাসজিদে
হারামেই অবস্থান করছিলেন ।
সুতরাং বলাই যায়, লোকটা মহাভাগ্যবান।
মহান আল্লাহ মক্কার সকল শহীদদের পরিবারকে সর্বোত্তম বিনিময় প্রদান করুন, এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন । আ'মীন.
১: দুর্ঘটনাটি ঘটে এবং তিনি শহীদ হন শুক্রবারে, যা বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন।
২ : আছরের নামাজের পরে দুয়া কবুল হয়। দুর্ঘটনা আছরের নামাজের পরেই ঘটেছিল।
৩ : সিজদাহরত অবস্থায় দুয়া কবুল হয়। তিনি সিজদাহরতই ছিলেন।
৪ : পাশেই কুরআন ছিলো। মানে তিনি কুরআন পড়ছিলেন, যা সর্বোত্তম ইবাদাত ।
৫ : আর মাসজিদে হারাম পৃথিবীর সবচেয়ে মর্জাদাপূর্ণ স্থান। লোকটা মাসজিদে
হারামেই অবস্থান করছিলেন ।
সুতরাং বলাই যায়, লোকটা মহাভাগ্যবান।
মহান আল্লাহ মক্কার সকল শহীদদের পরিবারকে সর্বোত্তম বিনিময় প্রদান করুন, এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন । আ'মীন.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন