রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

কা'বা শরীফের ইমাম শেখ সউদ শুরাইম তার ওয়েবসাইটে মক্কার দুর্ঘটনায় শহীদ একজন ভাইয়ের ছবি


কা'বা শরীফের ইমাম শেখ সউদ শুরাইম তার ওয়েবসাইটে মক্কার দুর্ঘটনায় শহীদ একজন ভাইয়ের ছবি শেয়ার করেছেন । তিনি শহীদ হয়েছেন সিজদাহরত অবস্থায় । হাদীসে এসেছে, ব্যক্তি যে অবস্থায় মারা যাবে তার হাশর-নশর সেই অবস্থায়ই হবে' । একবার চিন্তা করুন, আমাদের এই প্রিয় ভাইয়ের হাশর হবে এমতবস্থায় যে সে সিজদায় অবনত ।
ভাইটি মহাভাগ্যবানই বলতে হবে । কারনঃ
১: দুর্ঘটনাটি ঘটে এবং তিনি শহীদ হন শুক্রবারে, যা বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন।
২ : আছরের নামাজের পরে দুয়া কবুল হয়। দুর্ঘটনা আছরের নামাজের পরেই ঘটেছিল।
৩ : সিজদাহরত অবস্থায় দুয়া কবুল হয়। তিনি সিজদাহরতই ছিলেন।
৪ : পাশেই কুরআন ছিলো। মানে তিনি কুরআন পড়ছিলেন, যা সর্বোত্তম ইবাদাত ।
৫ : আর মাসজিদে হারাম পৃথিবীর সবচেয়ে মর্জাদাপূর্ণ স্থান। লোকটা মাসজিদে
হারামেই অবস্থান করছিলেন ।
সুতরাং বলাই যায়, লোকটা মহাভাগ্যবান।
মহান আল্লাহ মক্কার সকল শহীদদের পরিবারকে সর্বোত্তম বিনিময় প্রদান করুন, এবং আমাদের সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন । আ'মীন.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন