বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

মক্কায় হারামে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদান ঘোষণা ।



Mufti Sakhaowat Hossain Razi's photo.
মক্কায় হারামে ক্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য কোটি কোটি টাকার অর্থ সহায়তা ঘোষণা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আযিয আল- সাউদ। গতকাল মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।
নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা) দেয়া হবে। দুর্ঘটনায় যারা চিরতরে পঙ্গু হয়ে গেছেন তাদেরকেও ওই একই পরিমাণ অর্থ সহায়তা দেবেন সৌদি বাদশাহ। এছাড়া আহতদের এক একজনকে ৫ লাখ সৌদি রিয়াল বা ১ কোটি ১০ লাখ টাকা দেয়া হবে বলে জানিয়েছে আরব নিউজ।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের দুইজন সদস্যকে হজ করানোর দায়িত্ব নিচ্ছে সৌদি সরকার। আগামী বছর তারা সম্পূর্ণ সৌদি খরচে হজ করতে পারবেন।
পাশাপাশি গুরুতর আহত হওয়ার কারণে যারা এ বছর হজ সম্পন্ন করতে পারছেন না, আগামী মৌসুমে তারাও সৌদি খরচে হজ করার সুযোগ পাবেন। তখন তারা সৌদি বাদশাহ সালমানের অতিথি হয়ে থাকবেন।
যেসব বিদেশি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের পরিবারের সদস্যদের জন্য ভ্রমণ ভিসা দিচ্ছে সৌদি সরকার, যাতে তারা প্রিয় মানুষটিকে দেখার সুযোগ পান।
ওই দুর্ঘটনায় ১১ পাকিস্তানি নিহত এবং ১৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নয় ভারতীয় এবং দুই ব্রিটিশ নাগরিকও রয়েছেন। এছাড়া বাংলাদেশের ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। মোট ১০৭ জন নিহত ও ২৩৮ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন