সামনে কাটা তারের বেড়া, পেছনে গভীর সমুদ্র! মাথার উপরে খোলা আকাশ, পায়ের নিচে মাটি!! এটাই হচ্ছে অসহায় মুসলমানদের আশ্রয় ঘাটি!!! # সিরিয়ান এক মুসলমান ভাই যালিম শিয়াদের যুলুম থেকে বাচার জন্য ছোট বাচ্চাকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে হাঙ্গেরির তিরের উঠলো আশ্রয়ের আশায়। ছোট বাচ্চাকে নিয়ে পরদেশে শরনার্থী হয়ে কোন মতে জীবনটা বাচাবে।কিন্তু খ্রীস্টান প্রধান হাঙ্গেরি মাযলুম মুসলমানদের আশ্রয় দিতে নারাজ। দেশটিতে মুসলমানদের প্রবেশে বাধা হিসেবে দাড় করিয়ে দিল কাটা তারের বেড়া। সামনে কাটা তারের বেড়া, পেছনে গভীর সমুদ্র! এখন যাবে কোথায় মুসলমান বাবা তার বাচ্চাকে নিয়ে? মাথার উপরে খোলা আকাশ পায়ের নিচে জমিন সব কিছুই যেন সংকির্ন হয়ে আসছে এই বাপ -বেটার জন্য। এই ছবিটি গোটা বিশ্বের মুসলমানদের দুরবস্থার প্রতিচ্ছবি।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন