বুধবার, ১ জুলাই, ২০১৫

সুন্দর জীবনের জন্য কিছু কথাঃ

হজরত থানভি( রহঃ) বলেন-
'' একটি স্তর হল গোনাহের চাহিদা। এই চাহিদার বিরুধিতা করার চেষ্টা হল ' মুজাহাদা' । আরেকটি বিষয় হল- এই খারাপ চাহিদার উৎস, যা মানুশের আত্মা ও অন্তরের একটি নেতিবাচক মন্দ স্বভাব। আর, এই স্বভাবকে দমন করে রাখার সাধনা হল ' রিয়াজত' ।
থানভি রহঃ আরও বলেন- আপনার দিলের মধ্যে গোনাহের চাহিদা সৃষ্টি হলে, জোর করে এই কাজ হতে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে ' মুজাহাদা' ।
সমস্ত ' নর - নারী' র হেদায়েতের জন্য এবং দুনিয়া ও আখিরাতে প্রশান্তিময় জীবনের জন্য এই ' মুজাহাদার' ছাড়া ;২য় আর কোন বিকল্প সহজ পথ নেই।
হজরত কাসেম নানুতবি(রহ) বলেন-
___মানুশের হৃদয়টা হচ্ছে একটি কাগজের মোড়ানো টুকরার মত । তুমি মোড়ালে এতে ভাঁজ পড়ে যাবে। এখন, যতই চেষ্টা কর সোজা করতে কিন্তু এই ভাঁজ কিন্তু সোজা হবেনা। তাই, সোজা করতে তোমাকে উল্টো দিকে মোড়াও ; তাহলে এটা সোজা হয়ে যাবে।
হজরত বলেন- মানুষের 'নফস'ও কিন্তু এ ভাবে নানা গোনাহের দিকে মোড়ানো থাকে। তাকে সোজা করতে চাইলেও সোজা হয়না। (বার বার এই গোনাহ হয়ে যায়। নেমে আসে চরম কঠিন বিপদ আর কষ্ট ।) এ জন্য তাকে উল্টো দিকে মোড়াও এবং হালাল ও জায়েজ কাজ হতেও সামাজিক ভাবে ফিরিয়ে রাখ। তাহলে , এক সময় এটা সোজা হয়ে যাবে এবং মাঝাঁমাঝি অবস্থানে চলে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন