➽ প্রশ্নঃ
ইন্টারনেটের বিভিন্ন সাইট সমূহ যেমন: নিউজ সাইট, খেলা ও বিনোদন সাইট, লাইব্রেরী সাইট, সফওয়ার সাইট, ছবি ও ভিডিও সাইট, ফ্রি ডাউনলোড সাইট, পর্ণোগ্রাফী সাইট ইত্যাদি। এ সমস্ত সাইটে প্রবেশ, ভিজিট ও ডাউনলোডের ব্যাপারে শরয়ী হুকুম কি? জানালে ভালো হয়।
ইন্টারনেটের বিভিন্ন সাইট সমূহ যেমন: নিউজ সাইট, খেলা ও বিনোদন সাইট, লাইব্রেরী সাইট, সফওয়ার সাইট, ছবি ও ভিডিও সাইট, ফ্রি ডাউনলোড সাইট, পর্ণোগ্রাফী সাইট ইত্যাদি। এ সমস্ত সাইটে প্রবেশ, ভিজিট ও ডাউনলোডের ব্যাপারে শরয়ী হুকুম কি? জানালে ভালো হয়।
➽ উত্তরঃ بسم الله الرحمن الرحيم
#<>#<>#<>#<>#
➽ প্রামাণ্য গ্রন্থাবলীঃ
- যে সকল সাইট সম্পর্কে নিশ্চিতভাবে জানা থাকে, সেখানে ভিজিট করলে গোনাহ হবে। সে সকল সাইটে প্রবেশ ও ভিজিট করা জায়েজ নেই।
- গোনাহের আশংকা থাকলেও প্রবেশ করা ও ভিজিট করা থেকে বিরত থাকবে।
- যদি কোন সাইটে নাজায়েজ কিছু থাকে আর সেগুলোকে ব্লক করে বা অন্য কোন পন্থায় তাথেকে বিরত থেকে ভিজিট করা যায়, তাহলে খুব প্রয়োজন হলেই সেই পন্থাগুলো অবলম্বন করে অনেক সতর্কতার সাথে সে সাইট গুলো ভিজিট করবে, যেন কোন গোনাহে লিপ্ত না হতে হয়।
- আর যে সকল সাইটে ভিজিট করলে গোনাহ হবার কোন আশংকা না থাকে, সেগুলোতে ভিজিট করা বৈধ আছে।
- আর যদি কোন সাইট সম্পর্কে আগে থেকে জানা না থাকে; বরং সে সাইটে প্রবেশের পর নাজায়েজ বা অনাকাঙ্খিত কিছু নজরে চলে আসে তাহলে সাথে সাথে সে সাইট থেকে ফিরে আসবে।
- কোন সাইট থেকে ভাল ও বৈধ কোন জিনিস যেমনঃ তেলাওয়াত, ওয়াজ, ইসলামিক বই ইত্যাদি ডাউনলোড করলে কোন সমস্যা নেই।
- তবে নাজায়েজ ও অশ্লিল জিনিস ডাউনলোড করা জায়েজ নেই।
#<>#<>#<>#<>#
➽ প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। সূরা নাহাল, আয়াত নং ৯০
২। সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৭৭
৩। সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৫১
৪। ফাতাওয়া হিন্দিয়া, ৫/৩৯৭
➽ উত্তর প্রদানেঃ
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
➽ সার্বিক তত্তাবধানেঃ
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
২। সুনানে তিরমিযী, হাদীস নং ২৭৭৭
৩। সুনানে আবু দাউদ, হাদীস নং ২১৫১
৪। ফাতাওয়া হিন্দিয়া, ৫/৩৯৭
➽ উত্তর প্রদানেঃ
মাওলানা মুহাম্মাদ আরমান সাদিক.
ইফতা বিভাগ .
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
➽ সার্বিক তত্তাবধানেঃ
মুফতী হাফীজুদ্দীন দা. বা.
প্রধান মুফতী
জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন