শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

রাবেয়া বসরী শান্তির বাণী

এক ব্যক্তি একবার উচ্ছ্বসিত হয়ে রাবেয়া আল-আদাবিয়্যাহকে (রাবেয়া বসরী) জানালো, “আমি এমন এক হাজারটি বিষয় আবিষ্কার করেছি যা থেকে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়!”
রাবেয়া বসরী আলাপটি থামিয়েই দিলেন যে কথা জানিয়ে তা হলো তার কাছে একটি প্রমাণ আছে যেটাই তার জন্য যথেষ্ট। লোকটি প্রশ্ন করলো, “কোনটি?”
তিনি উত্তর দিলেন, “আপনি যদি বিশাল মরুভূমিতে একা থাকেন এবং এমন সময় কোন গভীর কূপে পড়ে যান, তাহলে কাকে ডাকবেন? সে উত্তর দিলো, “আল্লাহকে।”
রাবেয়া বসরী বললেন, “এই প্রমাণটিই আমার জন্য যথেষ্ট।”
[ওয়েস্টার্ন মুসলিমস অ্যান্ড দি ফিউচার অফ ইসলাম, ড. তারিক রমাদান]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন