শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

গুন্টার গ্রাস আর নেই—

মাসিক নবধ্বনি's photo.












সাহিত্যে নোবেলজয়ী জার্মান কথাসাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। সোমবার লুবেক শহরের একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর।
গুন্টার গ্রাসের বইয়ের প্রকাশক সংস্থা স্টেইডেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রাস ছিলেন একাধারে লেখক, কবি ও চিত্রশিল্পী। তবে বিশ্বের পাঠক তাকে চেনে কালজয়ী উপন্যাস দ্য টিন ড্রাম‘র লেখক হিসেবে।
১৯৮৬ ও ২০০১ সালে গুন্টার গ্রাস ঢাকায় আসেন। বাংলাদেশের তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু।
সূত্র: কওমীনিউজ ডটকম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন