বুধবার, ১ জুলাই, ২০১৫

এক গরীব গভর্ণরের কাহিনীঃ

হযরত ওমর (রাঃ) এর খেলাফতকালের ঘটনা। তিনি হযরত সাঈদ ইবনে আমের
(রাঃ)-কে হিমসের গভর্ণর বানিয়ে পাঠালেন। কিছুদিন পর হিমসবাসীদের
এক প্রতিনিধিদল খলিফা ওমর (রাঃ) এর
সাথে দেখা করতে এলে তিনি বললেন,
আমাকে তোমাদের দরিদ্র মুসলমানদের
একটা তালিকা দাও, তাকে বায়তুল মাল থেকে কিছু মুদ্রা (টাকা-পয়সা) দিব।
তাদের দেয়া তালিকায় হযরত সাঈদ ইবনে আমের (রাঃ) এর নাম দেখে খলিফা চমকে উঠলেন।
ইনি কি গভর্ণর সাঈদ ইবনে আমের? তারা সমস্বরে বললেন, জ্বি, হ্যাঁ!
হযরত ওমর (রাঃ) তাঁর জন্য এক হাজার
স্বর্ণমুদ্রার একটি থলে দিয়ে বললেন, এটা
সাঈদ ইবনে আমেরের ব্যক্তিগত খরচের।
হযরত সাঈদ ইবনে আমের (রাঃ) থলেটি হাতে পেয়ে বললেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"
তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কী হল, খলিফা মৃত্যুবরণ করেছেন নাকি? তিনি প্রতি উত্তরে বললেন, আখিরাত ধ্বংস করার জন্য দুনিয়াআমার কাছে এগিয়ে
এসেছে। তুমি এগুলো দরিদ্রদের মাঝে
বিলিয়ে দাও।
কিছুদিন পর হযরত ওমর (রাঃ) হিমসবাসীদের খবরাখবর নেওয়ার জন্য এলেন। সবাইকে একত্রিত করে জানতে চাইলেন,গভর্ণরকে নিয়ে তোমাদের কোন অভিযোগ আছে কি?
উত্তরে তারা বললেন, আমাদের তিনটি
অভিযোগ আছে।
১. দৈনিক সকালে আমাদের কাছে উপস্থিত হন দেরি করে।
২. রাতে কখনো আমাদের আরজি শোনেন না।
৩. সপ্তাহে এক দিন আমাদের মাঝে আসেন না।
হযরত ওমর (রাঃ) হযরত সাঈদ ইবনে আমের (রাঃ) এর কাছে এসব অভিযোগের জবাব চাইলে তিনি বললেন,
১. ‘‘আমার বাসায় কোন কাজের লোক নেই। বাসার সকল সদস্যের খাবার তৈরিতে স্ত্রীকে আমার সহযোগিতা করতে হয়।তাই সকাল বেলা আটা পিষা,
খামির তৈরি করা, রুটি বেলা এবং রুটি
সেঁকার প্রতিটি কাজে আমাকে অংশ গ্রহণ করতে হয়। ফলে বের হতে দেরি হয়ে যায়।’’
২. ‘‘আমি আমার দিবসকে নির্ধারণ করেছি মানবসেবার নিমিত্তে। আর রাত্রকে নির্ধারণ করেছি আল্লাহর ইবাদতে।’’
৩.‘‘গায়ের পোশাক ছাড়া আমার আর কোন পোশাক নেই। সপ্তাহে একদিন এটি ধুয়ে শুকাতে হয়। অতঃপর গায়ে দিই
আর এতেই আমার একটা দিন ব্যয় হয়ে যায়। ফলে সেদিন আর জনসম্মুখে
আসা সম্ভব হয় না।" পোশাক নেই, গৃহকর্মী নেই, অতিরিক্ত ভাতা দেওয়া হলে তিনি তা গরীবদের মাঝে বিলিয়ে দেন। নিজেই যে মহা গরীব তা কি তাঁর জানা নেই?
গভর্ণর হয়েও প্রতিদিন তাকে পাকঘরে সময় দিতে হয়। এ-ও গভর্ণর! আর বর্তমান সময়ের জনগণের অর্থ আত্মসাত্‍কারী বিলাসী মন্ত্রী-
আমলারাও গভর্ণর- প্রশাসক! !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন