শুক্রবার, ১০ জুলাই, ২০১৫

আবদুল কাদির জিলানী (রঃ) এর উদ্ধৃতি (ইসলামি কলাম)

নিজের কল্যাণের স্বার্থে এবং আযাব থেকে রেহাই পেতে যথাসম্ভব কম কথা বল। তুমি তোমার আমলনামার পাতাগুলো আড্ডাবাজি দিয়ে পূর্ণ করো না। কেননা, চূড়ান্ত হিসাব-নিকাশের দিনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা হল তোমার জীবনে আল্লাহকে স্মরণ করার মুহূর্তগুলো।”
— আব্দুল কাদির জিলানী
[তারিক রমাদান ফেসবুক পেজ, ১৬ জুলাই, ২০১৪]


“যখন কোন বান্দা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা আসলে কেবল মুখে উচ্চারিত কোন বিষয় থাকে না, বরং আল্লাহর করুণা ও রাহমাত প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকার অন্তর থেকেও করা হয়।”
— আবদুল কাদির আল-জিলানি [মৃত্যু- ৫৬১ হিজরি, বাগদাদ]


আপনার বলা কথাগুলোই প্রকাশ দিবে আপনার অন্তরের গভীরে কী আছে।”
— আবদুল কাদির জিলানী (রাহিমাহুল্লাহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন