বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

অবাঞ্চিত পশম পরিষ্কার করা __________

____________________________
হুজুর আছসালামুআলাই কুম, ভাল আছেন। অনুমতি দিলে একটা প্রশ্ন করবো, যা জানা আমার জন্যে খুবই প্রয়োজন।
প্রশ্ন:
হুজুর আমার প্রশ্নটা না করে থাকতে পারলাম না, প্রশ্ন হলঃছেলেরা তারা নাভির নিচের লোম পরিষ্কার করার জন্যে ক্ষুর অথবা ব্লেড ব্যবহার করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি বিধান আছে, জানালে উপকৃত হইতাম।
উত্তর:
মেয়েদের জন্যও একই বিধান ৷ নাভির নিচের যাবতীয় পশম পুরুষ-মহিলা সকলের জন্যই পরিষ্কার করা জরূরী ৷ পুরুষদের জন্য চেছে ফেলা উত্তম আর নারীদের জন্য উপড়ে ফেলা উত্তম ৷ তবে চাছতেও পারবে ৷ ব্লেড, রেজার অথবা পশমনাশক মেডিসিনও ব্যবহার করতে পারে যদি স্কীনের ক্ষতি না হয় ৷ সৃষ্টির স্বভাবজাত রুচি ও ইবরাহীম আঃ বিশেষ আদর্শরূপে বিধানটি শরিয়তে বিধিবদ্ধ ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন