পৃথিবীতে যেসব জিনিস মূল্যবান তা সহজে দেখা যায় না, বের করা যায় না এবং পাওয়া যায় না।
১/ তোমরা কি জানো স্বর্ণ কোথায় থাকে ? মাটির অনেক গভীরে খনির ভেতর, প্রস্তরের কয়েক টি লেয়ারের নিচে।
২/ তোমরা কি জানো হিরা কোথায় থাকে ? মাটির অনেক গভীরে এবং অনেক ভারী যন্ত্রপাতি দিয়ে খনন করে বের করতে হয়।
৩/ তোমরা কি জানো মুক্তা কোথায় থাকে ? সমুদ্রের তলদেশে এবং তা চমৎকার একটা ঝিনুক শেলের মধ্যে রক্ষিত অবস্থায় থাকে ।
.
তোমাদের দেহ স্বর্ণ, হিরা, মুক্তা তার চেয়েও বেশি মূল্যবান তোমাদেরও তা মানুষের নাগালের বাইরে রাখা উচিৎ ।
.
সে আরো বললো তোমরা যদি ঠিক স্বর্ণ, হিরা, মুক্তার মতো মাইনিং ট্রেজার হিসাবে কভারড আপ করে রাখো তাহলে অনেক বড় বড় মানিং কম্পানি (ভালো ছেলে ও তার পরিবার) তাদের ভারি ভারি যন্ত্রপাতি নিয়ে সরকারের ( তোমাদের পরিবার ) কাছে ঘুরে ঘুরে চুক্তিতে সাইন করবে (বিবাহ)।
.
কিন্তু তোমরা যদি তোমাদের মূল্যবান সম্পদকে পৃথিবী পৃষ্ঠে ছুড়ে ফেলো কিংবা যত্ন করে না রাখো তাহলে অনেক অবৈধ কম্পানি কে আকর্ষণ করবে এবং তারা এসে তাদের ধারালো যন্ত্রপাতি দিয়ে ফ্রি ফ্রি ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাবে, যোগ্য না হয়েও তা ভোগ করবে এবং তোমরা তোমাদের সম্পদের কোনো মূল্য পাবে না। নিজেকে মাইনিং ট্রেজার করে রাখলে প্রফেশনাল মাইনিং কম্পানি প্রকৃত মূল্য দিয়ে তোমার সরকারের কছে চুক্তিতে সাইন করবে এবং যথার্থ মূল্য ও সম্মান পাবে।
.
( বোন, স্ত্রী,মেয়ে, বন্ধু সবাইকে সুন্দর ও মার্জিত পোশাক পরতে উৎসাহিত করুন ।)
১/ তোমরা কি জানো স্বর্ণ কোথায় থাকে ? মাটির অনেক গভীরে খনির ভেতর, প্রস্তরের কয়েক টি লেয়ারের নিচে।
২/ তোমরা কি জানো হিরা কোথায় থাকে ? মাটির অনেক গভীরে এবং অনেক ভারী যন্ত্রপাতি দিয়ে খনন করে বের করতে হয়।
৩/ তোমরা কি জানো মুক্তা কোথায় থাকে ? সমুদ্রের তলদেশে এবং তা চমৎকার একটা ঝিনুক শেলের মধ্যে রক্ষিত অবস্থায় থাকে ।
.
তোমাদের দেহ স্বর্ণ, হিরা, মুক্তা তার চেয়েও বেশি মূল্যবান তোমাদেরও তা মানুষের নাগালের বাইরে রাখা উচিৎ ।
.
সে আরো বললো তোমরা যদি ঠিক স্বর্ণ, হিরা, মুক্তার মতো মাইনিং ট্রেজার হিসাবে কভারড আপ করে রাখো তাহলে অনেক বড় বড় মানিং কম্পানি (ভালো ছেলে ও তার পরিবার) তাদের ভারি ভারি যন্ত্রপাতি নিয়ে সরকারের ( তোমাদের পরিবার ) কাছে ঘুরে ঘুরে চুক্তিতে সাইন করবে (বিবাহ)।
.
কিন্তু তোমরা যদি তোমাদের মূল্যবান সম্পদকে পৃথিবী পৃষ্ঠে ছুড়ে ফেলো কিংবা যত্ন করে না রাখো তাহলে অনেক অবৈধ কম্পানি কে আকর্ষণ করবে এবং তারা এসে তাদের ধারালো যন্ত্রপাতি দিয়ে ফ্রি ফ্রি ছুটিয়ে ছুটিয়ে নিয়ে যাবে, যোগ্য না হয়েও তা ভোগ করবে এবং তোমরা তোমাদের সম্পদের কোনো মূল্য পাবে না। নিজেকে মাইনিং ট্রেজার করে রাখলে প্রফেশনাল মাইনিং কম্পানি প্রকৃত মূল্য দিয়ে তোমার সরকারের কছে চুক্তিতে সাইন করবে এবং যথার্থ মূল্য ও সম্মান পাবে।
.
( বোন, স্ত্রী,মেয়ে, বন্ধু সবাইকে সুন্দর ও মার্জিত পোশাক পরতে উৎসাহিত করুন ।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন