শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

হযরত বারা (রাঃ) ব‌লেন,

হযরত বারা (রাঃ) ব‌লেন, রসুল (সাঃ) হয‌রত খা‌লেদ ইব‌নে ওলীদ (রাঃ) কে ইসলা‌মের দি‌কে দাওয়াত দেওয়ার জন্য ইয়ামান পাঠাই‌লেন।
হযরত খা‌লেদ ইব‌নে ওলীদ (রাঃ) এর সঙ্গী‌দের ম‌ধ্যে অা‌মিও ছিলাম। অামরা ছয়মাস সেখা‌নে অবস্থান করিলাম।
হযরত খা‌লেদ তাহা‌দের‌কে দাওয়াত দি‌তে থা‌কি‌লেন। কিন্তু তাহারা দাওয়াত কবুল ক‌রিল না।
অতঃপর রসুল (সাঃ) হযরত অালী ইব‌নে অা‌বি তা‌লেব (রাঃ) কে সেখা‌নে পাঠাই‌লেন। অার তাহা‌কে ব‌লি‌লেন যে, হযরত খা‌লেদ‌কে তো ফেরত পাঠাইয়া দাও অার তাহার সাথী‌দের মধ্য হই‌তে যে তোমার স‌হিত সেখা‌নে থা‌কি‌তে চ‌ায় সে যেন থা‌কিয়া যায়।
সুতরাং হযরত বারা (রাঃ) ব‌লেন, অা‌মিও ঐসমস্ত লোক‌দের ম‌ধ্যে ছিলাম যাহারা হযরত অালী (রাঃ) এর স‌হিত থা‌কিয়া গে‌লেন।
যখন অামরা ইয়ামানবাসী‌দের এ‌কেবা‌রে নিক‌টে পৌ‌ছিয়া গেলাম , তখন তাহারাও বা‌হির হইয়া অামা‌দের সাম‌নে অা‌সিয়া গেল।
হযরত অালী রাঃ অগ্রসর হইয়া অামা‌দের‌কে নামাজ পড়াই‌লেন। অতঃপর অামা‌দের‌কে এক কাতা‌রে কাতার বন্দী ক‌রি‌লেন। এবং অামা‌দের নিকট হই‌তে অগ্রসর হইয়া তাহা‌দের‌কে রসুল (সাঃ) এর চি‌ঠি প‌ড়িয়া শুনাই‌লেন।
চি‌ঠি শু‌নিয়া হামদান গো‌ত্রের সক‌লে মুসলমান হইয়া গে‌লেন।
হযরত অালী (রাঃ) রসুল (সাঃ) এর খেদম‌তে হামদান গো‌ত্রের মুসলমান হওয়ার সুসংবাদ দিয়া চি‌ঠি পাঠাই‌লেন। যখন রসুল (সাঃ) উক্ত চি‌ঠি পাঠ ক‌রি‌লেন তখন (খু‌শি‌তে) সেজদায় প‌ড়ে গে‌লেন। অতঃপর তি‌নি সেজদা হই‌তে মাথা উঠাইয়া হামদান গো‌ত্রের জন্য দোয়া ক‌রি‌লেন।
হামদা‌নের উপর শা‌ন্তি ব‌র্ষিত হোক, হামদা‌নের উপর শা‌ন্তি ব‌র্ষিত হোক।
(বুখ‌ারী, বায়হাকী, অাল বেদায়াহ ওয়া‌নে নেহায়াহ)
-----------------------------------------------------------------------
(ছয়মাসের জন্য ওনারা ‌বের হ‌লেন অাজ অামরা ছয়‌দিনের জন্যও বের হই না। অাবার ব‌লি, বউ বাচ্চা ফালাইয়া যাওন, কই পাই‌ছেন? ভেজাল খাই‌তে খাই‌তে , এখন অাসল‌রে কয় ভেজাল। তওবা ক‌রে অাজই অাল্লাহর রাস্তায় বের হন, এ‌তে অাপনারই মঙ্গল হ‌বে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন