ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু'টি কবরের পাশ দিয়ে অতিক্রমকালে বললেন, এ দু'জনকে শাস্তি দেয়া হচ্ছে। কিন্তু কোন বড় গুনাহের কারণে শাস্তি দেয়া হচ্ছে না। তিনি (একটি কবরের দিকে ইশারা করে) বললেন, এ ব্যক্তি পেশাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করত না। আর (অপর কবরের দিকে ইশারা) করে বললেন, এ ব্যক্তি চোগলখোরী করে বেড়াত। অতঃপর তিনি খেজুরের একটি তাজা ডাল আনিয়ে সেটি দু'টুকরা করে একটি এ কবরে এবং অপরটি ঐ কবরে গাড়লেন এবং বললেনঃ আশা করা যায়,ডাল দু'টি শুকিয়ে যাওয়া পর্যন্ত তাদের শাস্তি কিছুটা হাল্কা করা হবে। হান্নাদ ''ইয়াসতানযিহু'' শব্দের স্থলে ''ইয়াসতাতিরু'' শব্দ উল্লেখ করেছেন।
[সুনান আবূ দাঊদ,১ম খণ্ড,হাদীসঃ২০]
ইবনু আব্বাস (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন,''সে তার পেশাব হতে আত্মগোপন করত না।'' আর আবূ মু'আবিয়াহ বলেছেন, ''পেশাব থেকে সতর্ক থাকত না।''
[সুনান আবূ দাঊদ,১ম খণ্ড,হাদীসঃ২১]
[সুনান আবূ দাঊদ,১ম খণ্ড,হাদীসঃ২০]
ইবনু আব্বাস (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেছেন,''সে তার পেশাব হতে আত্মগোপন করত না।'' আর আবূ মু'আবিয়াহ বলেছেন, ''পেশাব থেকে সতর্ক থাকত না।''
[সুনান আবূ দাঊদ,১ম খণ্ড,হাদীসঃ২১]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন