ছবির এই সহজ সরল মানুষটি একই সাথে একজন ফক্বিহ, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন অসাধারণ উস্তাদ, একজন ইসলামী সুসাহিত্যিক, একজন ইসলামী অর্থনীতিবিদ, এক ডজনেরও অধিক ইসলামী ব্যাংকের শারিয়া বোর্ডের চেয়ারম্যান, সারা বিশ্বের বহু ইসলামী প্রতিষ্ঠানের সম্মানিত পদে আসীন। উনাকে আধুনিক ইসলামী ব্যাংকিং পদ্ধতির জনক বলা হয়। তিনি বর্তমানে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের একটি ইউনিভার্সিটি অফ করাচি তথা “দারুল উলুম করাচি” এর নায়েমে মুহতামিম তথা ভাইস চ্যান্সেলর। চ্যান্সেলর হলেন উনার বড় ভাই পাকিস্তানের গ্র্যান্ড মুফতি রফি উসমানী (হাফিযাহুল্লাহ)। এই মানুষটি চাইলেই পারতেন বিলাসি জীবন যাপন করতে। অথচ তিনি তা হেলায় ছেড়েছেন ইসলামের খেদমতে।
ইসলামের জন্য অপরিসীম অবদানের জন্য তিনি “শাইখুল ইসলাম” উপাধিতে ভূষিত। আকিদা, ফিক্বহ, তাযকিয়া, তাসাওউফ, জিহাদ, ইসলামী অর্থনীতি ইত্যাদি সকল ক্ষেত্রেই ইলম অর্জনের জন্য তিনি আমার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। মানুষটি হলেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী (হাফিযাহুল্লাহ)। বাংলায় অনুবাদ হওয়া উনার বইয়ের সংখ্যা ১০০ এরও অধিক। আকিদা, ফিক্বহ, তাযকিয়া, তাসাওউফ, জিহাদ, ইসলামী অর্থনীতি, ভ্রমণকাহিনী ইত্যাদি সব ধরণের বই পাওয়া যায়। মহান আল্লাহ শাইখকে উত্তম হায়াত দান করুন এবং ইসলামের জন্য আরও খেদমত করার তাওফিক দান করুন।
-(সংগ্রহীত)
-(সংগ্রহীত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন