বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫

সিনেমা দ্বীন থেকে দূরে রাখেঃ

যে ব্যক্তির সিনেমা দেখার অভ্যাস যত কঠিনতর তার জীবন যাত্রার পথটি দ্বীনের আলোকময়তা থেকে তত দূরে সরে যায়। কুরআন তিলাওয়াতের সুমধুর সাধ তার হৃদয়ে আর অনুভূত হয়না বরং গানের সূর লহরিতে সে এক অজানা তৃপ্তি আস্বাদন করতে থাকে। নামাজ, রোজা কোন কিছুতেই মন বসে না বরং সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দেখার দুর্বার নেশায় তনুমন অস্থির হয়ে থাকে। রাসূল সা. এর পবিত্র বাণী এবং হাদীস নির্দেশিত আমলসমূহ আদায় করা তার কাছে অসাধ্য ও দূরহ বলে মনে হয়। ধীরেধীরে এক দুই ওয়াক্ত করে নামাজ ছুটে যেতে থাকে।দাড়ির কথা শোনা মাত্র গাত্রদাহ শুরু হয়। মহিলাদের বেশভুষায় নিজেকে সাজিয়ে তৃপ্তি পায়। অন্যদিকে মহিলারা পুরুষের সাজ লয়। বোরকা কথা, পর্দার কথা শুনতে অসহ্য লাগে। এগুলোকে জ্বালাতন মনে করে। সিনেমার বদৌলতে পর্দার পূর্ব অভ্যাস মন থেকে হারিয়ে যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, কুরআন-হাদীসের বাণী, ওয়াজ-নসিহত ইত্যাদি বিরক্তকর মনে হয়। নাচ-গানের আসরে গেলে কিংবা সিনেমা দেখতে বসলে এর বিপরীত চরিত্র ফুটে ওঠে। সিনেমা দেখতে না পারলে মন বিষাদময় এবং অস্থির হয়ে থাকে। চলচ্চিত্রের প্রচারপত্র ও সিনেমা বিষয়ক ম্যাগাজিন পড়ে এক ধরনের সম্মোহনী তৃপ্তি লাভ করে। অন্যদিকে কুরআন-হাদীস তথা দ্বীনি বইপত্র পাঠে মনের কোন সাড়াই পাওয়া যায় না। এভাবেই সিনেমা আসক্ত এক সময় দ্বীন থেকে দূরে, বহুদূরে সরে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন