ইসলামী শরীয়ত যে কোন প্রাণীর ছবি তোলা এবং দেখাকে হারাম ঘোষণা করেছে। সেক্ষেত্রে সম্পূর্ণ অপরাধমূলক নাচ-গান সমৃদ্ধ সিনেমায় কোন ইসলামী রাষ্ট্রপ্রধান খলীফার চরিত্র চিত্রায়িত করার অর্থই হলো তাঁর মর্যাদা এবং সম্মানকে ধুলোয় লুটিয়ে দেয়া। সুতরাং এটা নাজায়েজ এবং অবৈধ। এমনিভাবে ইসলাম প্রচারের নামে তথাকথিত ইসলামী সংস্থা কর্তৃক ভিডিও বা ইসলামী সিনেমা নামে ছবি নির্মাণ করা আরো মারাত্মক এবং জঘন্য অপরাধ। কারণ এতে ইসলাম ও কুরআন-হাদীসেকে সুস্পষ্টভাবে অবমাননা করা হয়। যে ব্যাক্তি বা সংস্থা এসব করে থাকে তাকে সমর্থন দেয়া এবং এ কাজে সহযোগিতা করা সম্পূর্ণভাবে নাজায়েজ। এসব ক্ষেত্রে ইসলাম প্রচারের তুলনায় খায়েশাত বা প্রবৃত্তি পুজার তাড়নাই কাজ করে বেশি। ফলে যতটুকু না ইসলামের প্রচার হয় তার চেয়ে অধিক উপকার হয় শয়তানের। শয়তান তার স্বভাবজাত অপকৌশল ব্যবহার করে মুসলমানদেরকে দিয়ে ইসলামের ছদ্মাবরনে এসব অপরাধগুলো করিয়ে নিচ্ছে অকপটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন