আইম্মায়ে মুজতাহিদীন ও আকাবীরে দেওবন্দের বিরুদ্ধে অপবাদের জবাবে আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করতে হবে ?কোন নিয়তে করতে হবে এবং কিভাবে করতে হবে?
যুগে যুগে ফেতনা ছিল। বর্তমান যুগের সালাফী ফেতনা খুবই ক্ষতিকর! যারা আহলে হকের তরজুমান এসব ইমাম, হক্কানী উলামায়ে কেরাম সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারাই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী।
এসব অপপ্রচারকারীদের মোকাবেলায় বুদ্ধিবৃত্তিক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকদের প্রতি আহবান ।
গত ৭ সেপ্টেম্বর ২০১৩ সিলেট নগরীর ধোপাদিঘির পাড়াস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে,জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের ছাত্রদের সংগঠন আশ-শিহাব পরিষদের উদ্দোগে আয়োজিত ‘কুরআন সুন্নাহর আলোকে হানাফী মাযহাব’ র্শীষক সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার শিক্ষাবিভাগীয় প্রধান আল্লামা মুফতী মুহাম্মাদ আব্দুল মালেক দাঃবাঃ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন