শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

সকল মেয়েদের ও পরিবারের সদস্যদের এই হাদিস গুলো জানা অবশ্যই, অবশ্যই এবং অবশ্যই দরকার.মহিলাদের ব্যপারে কিছু গুরত্ত পূর্ণ হাদিস!


🔵
. “কোন মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একাকিনী সফর না করে”।
“রমণী গুপ্ত জিনিস, সুতরাং সে যখন (বাড়ি হতে) বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমনীয় করে দেখায়”। [ সহীহ তিরমিযি ৯৩৬ ]

🔵. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ
"যখনই কোন পুরুষ পর নারীর সাথে নির্জনে দেখা করে তখনই শয়তান সেখানে তৃতীয় ব্যক্তি হিসেবে উপস্থিত হয়।"
[সুনানে তিরমিযী, হাদিস নং-২১৬৫, সহীহ ইবনে হিব্বান, হাদিস নং-৫৫৮৬]

🔵. "ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং
তাদের লজ্জাস্থানের হেফাযত করে ও নিজেদের দেহ- সৌন্দর্য প্রদর্শন না করে,
কেবল সেসব অংশ ছাড়া যা আপনা আপনি প্রকাশিত হয়ে পড়ে; আর যেন
তারা তাদের মাথার কাপড় দিয়ে বুকের ওপরটা ঢেকে রাখে এবং তারা যেন
তাদের সৌন্দর্য প্রদর্শন না করে শুধুমাত্র তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র,স্বামীর পুত্র,ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র,নিজ অধিকারভুক্ত বাঁদী,
যৌনকামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অংগ সম্পর্কে অজ্ঞ তারা
ব্যতীত; আর তারা যেন তাদের গোপন সাজ- সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে।
হে মুমিন লোকেরা ! তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তওবা কর, আশাকরা
যায় তোমরা কল্যাণ লাভ করবে।" [ সূরা আন-নূরঃ ৩১ ]

🔵. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
“পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্যে সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে
চলাফেরা করে তাহলে সে একজন পতিতা নারী হিসাবে গণ্য হবে”
[ আহমাদ ৪/৪১৮, ছহীহুল জামে হাদীছ ১০৫ ]

🔵. যে মহিলা গায়ে সুগন্ধি মেখে মাসজিদের দিকে বের হয় এ জন্য যে, তার শরীরের
সুবাস বা ঘ্রাণ পাওয়া যাবে, তাহলে তার নামায ততক্ষণ পর্যন্ত গৃহীত হবে না যতক্ষণ না সে নাপাকী দূর করার জন্য ফরয গোসলের ন্যায় গোসল না করবে”
[ আহমাদ ২/৪৪৪, ছহীহুল জামে হাদীছনং ২৭০৩ ]

🔵. আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেছেনঃ
"দুই শ্রেণীর জাহান্নামী এখনও আমি দেখিনি। (কারণ তারা এখন নেই, ভবিষ্যতে
আত্মপ্রকাশ করবে)
এক🔷 শ্রেণী হচ্ছে ঐ সকল মানুষ, যাদের হাতে ষাঁড়ের লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে।
দ্বিতীয়🔷 শ্রেণী হচ্ছে- ঐ সকল নারী, যারা হবে পোশাক পরিহিতা কিন্তু তারপরেও তারা
থাকবে নগ্ন, তারা পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে; তাদের মাথা হবে উটের হেলানো কুঁজের ন্যায়। এরা জান্নাতে প্রবেশ করবে না এবং
জান্নাতের সু-ঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সু-ঘ্রাণ তো এত এত দূর থেকে
পাওয়া যাবে।" [ মুসলিম ২/২০৫, হাদীস: ২১২৮ ]

🔵. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ
“যে সমস্ত মহিলা পোশাক- পরিচ্ছদ এবং আচার- আচরণে পুরুষের সাথে সাদৃশ্য
রাখে এবং যে সমস্ত পুরুষ মহিলাদের মত পোশাক এবং আচার ব্যবহার করে,
তাদের উপর আল্লাহ তা’আলা লা’নত বর্ষণ করেন।”
[ বুখারী ]...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন