খুব অবাক লাগে আমরা মুসলিম সম্প্রদায়,বাংলাদেশে প্রায় ১৬ কোটি মানুষ মুসলমান।মুসলিম হিসাবে আমাদের ইবাদাত হচ্ছে দৈনিক পাঁচবার আল্লাহর কাছে মাথা নত করা অর্থাৎ নামাজ আদায় করা। কিন্তু কজন মানুষ নামাজ আদায় করে আমাদের দেশে।
যাক মুল কথায় আসাযাক,
আমাদের এলাকার পুরাতন মসজিদ ভেঙ্গে নতুন মসজিদ নির্মাণ কাজ চলছে।তাই বাধ্য হয়ে রাস্তায় নামাজ আদায় করতে হচ্ছে। তাই আমারা আজ রাস্তায় জুমার নামাজ আদায় করি। রাস্তার পাশেই একটি হটেলে কয়েক জন ছেলে জিলাপি ভাজতেছিল কিন্তু আমরা যেখানে নামাজ পড়ছিলাম তার থেকে ঐ দোকান এক হাত বা দুই হাত দুৱে হবে,কিন্তু তাৱা কেও নামায আদায় কৱলো না , হায় আফসুস তারা প্রত্যেকেই মুকাল্লাফ অর্থাৎ যাদের উপর শরীয়ী বিধান প্রযোজ্য হয়েছে। এত কাছে থাকা সত্ত্বেও নামাজ না পড়তে পাড়াটা কোপাল পোড়া ছাড়া আর কিছুই না। নামজ থেকে তার জিলাপিটা বেশি মুল্য হয়েছে মনে হয়।
যাক আল্লাহ তায়ালা আমাদের সকল কে শয়তানের ধোকা থেকে হেফাজত করুক।
__________________________ইমরান হুসাইন আদিব
__________________________ইমরান হুসাইন আদিব
kkkkk
উত্তরমুছুনyyyy
উত্তরমুছুন