মাটি চাপা-নাকি দাফন............
কিছুদিন পূর্বে উজানি মাহফিলে যাই। সেখানে এক বক্তা একটি ঘটনা শুনালো। যা শুনার জন্য মোটেও পস্তুত ছিলাম না। শুনে খুবি কস্ট পেলাম।
বাংলাদেশে একটি গন কবর সংঘটন রয়েছে। নামটা আমি বলছি না। যদি কোন মানুষ রাস্তায় বা কোন দুর্ঘটনায় মারা যায়, আর এ ক্ষেত্রে যদি তার পরিচয় না পওয়া যায়, তাহলে তারা ঐ মৃত ব্যক্তি কে দাফন এবং কবরস্ত করে।
কিন্তু তাকে দাফন এবং কবরস্ত করার ক্ষেত্রে দেখে তার ভিতরে মুসলমানের কোন আলামত বা নিদর্শন আছে কিনা, যেমন তার লেবাস( পাঞ্জাবী-পায়জামা) দাড়ি, বা তার মুসলমানি করা হয়েছে কিনা ? হ্যাঁ যদি এগুলো তার ভিতর পাওয়া যায় তাহলে তাকে যানাযা,কাফন দিয়ে তাকে দাফন করা হয়।আর যদি মুসল মানের কোন আলামত পাওয়া না যায়, তাহলে তাকে মাটি চাপা দেওয়া হয়।
তবে আজ সারা বিশ্বে মুসলমানরা না শুধু খ্রিষ্টানরাও মুসল মানি করে থাকে। তাই এ ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করে দাফনের কাজ সম্পন্ন করে।
বর্তমানে অনেক মানুষ দাড়ি না রাখাকে তারা ফ্যসেন মনে করে, কিন্তু এই দাড়ি না রাখার দরুন তার জীবন তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে ।তাই সকল কে বলছি জানিনা কার মৃত্যু কখন এসে যায়, তাই সকল কে ইসলামি নিয়ম কানুন মাফিক চলার চেস্টা করি।
ইমরান হুসাইন আদিব
কিছুদিন পূর্বে উজানি মাহফিলে যাই। সেখানে এক বক্তা একটি ঘটনা শুনালো। যা শুনার জন্য মোটেও পস্তুত ছিলাম না। শুনে খুবি কস্ট পেলাম।
বাংলাদেশে একটি গন কবর সংঘটন রয়েছে। নামটা আমি বলছি না। যদি কোন মানুষ রাস্তায় বা কোন দুর্ঘটনায় মারা যায়, আর এ ক্ষেত্রে যদি তার পরিচয় না পওয়া যায়, তাহলে তারা ঐ মৃত ব্যক্তি কে দাফন এবং কবরস্ত করে।
কিন্তু তাকে দাফন এবং কবরস্ত করার ক্ষেত্রে দেখে তার ভিতরে মুসলমানের কোন আলামত বা নিদর্শন আছে কিনা, যেমন তার লেবাস( পাঞ্জাবী-পায়জামা) দাড়ি, বা তার মুসলমানি করা হয়েছে কিনা ? হ্যাঁ যদি এগুলো তার ভিতর পাওয়া যায় তাহলে তাকে যানাযা,কাফন দিয়ে তাকে দাফন করা হয়।আর যদি মুসল মানের কোন আলামত পাওয়া না যায়, তাহলে তাকে মাটি চাপা দেওয়া হয়।
তবে আজ সারা বিশ্বে মুসলমানরা না শুধু খ্রিষ্টানরাও মুসল মানি করে থাকে। তাই এ ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করে দাফনের কাজ সম্পন্ন করে।
বর্তমানে অনেক মানুষ দাড়ি না রাখাকে তারা ফ্যসেন মনে করে, কিন্তু এই দাড়ি না রাখার দরুন তার জীবন তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে ।তাই সকল কে বলছি জানিনা কার মৃত্যু কখন এসে যায়, তাই সকল কে ইসলামি নিয়ম কানুন মাফিক চলার চেস্টা করি।
ইমরান হুসাইন আদিব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন