>>>>> কুরআনে রাসূলের আনুগত্য, অনুসরণ, মানা <<<<<
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আলে-ইমরান, ৩/১৩২
وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং রাসূলের আনুগত্য কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আন-নুর, ২৪/৫৬
وَأَقِمْنَ الصَّلاةَ وآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ এবং সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর। আল-আহযাব, ৩৩/৩৩
فَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
অতঃপর সালাত কায়েম কর আর যাকাত প্রদান কর এবং আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি অবহিত আছেন তোমরা যা কর। আল-মুজাদালা, ৫৮/১৩
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আর রাসুল তোমাদের যাহা দেন তা গ্রহন কর এবং যাহা নিষেধ করেন তা থেকে বিরত থাক। এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আল-হাশর, ৫৯/৭
>>>> রাসূলকে মান্যকারীরা সফলকাম <<<<
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করে ও আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, অতঃপর তারাই সফলকাম। আন-নুর, ২৪/৫২
فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
অতএব আল্লাহকে ভয় কর এবং তোমাদের অবস্থা সংশোধন কর; এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর, যদি তোমরা মুমিন হও। আন-আনফাল, ৮/১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলসমুহ ধ্বংস করো না। মুহাম্মাদ, ৪৭/৩৩
وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর যদি তোমরা আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের আমলসমূহ হতে কিছুই হ্রাস করবেন না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হুজরাত, ৪৯/১৪
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
তিনি সংশোধন করবেন তোমাদের জন্য তোমাদের আমলসমুহ এবং তিনি ক্ষমা করবেন তোমাদের জন্য তোমাদের পাপসমূহ; আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে অবশ্যই সে মহাসাফল্য অর্জন করবে। আল-আহযাব, ৩৩/৭১
>>>> রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া <<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ
হে ঈমানদারগণ, আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর আর তার থেকে মুখ ফিরিয়ে নিও না যখন তোমরা শুনতে পাচ্ছো। আন-আনফাল, ৮/২০
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لا يُحِبُّ الْكَافِرِينَ
আপনি বলুন, আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালবাসেন না। আলে-ইমরান, ৩/৩২
وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ
এবং আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের উপর দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। আত-তাগাবুন, ৬৪/১২
وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ
এবং আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর সাবধান হও অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখ যে, আমার রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। আল-মায়েদা, ৫/৯২
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
যে রাসুলের আনুগত্য করল, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল; আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি।আন-নিসা, ৪/৮০
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلا الْبَلاغُ الْمُبِينُ
আপনি বলুন, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর অর্পিত দায়িত্বের জন্যে সে দায়ী আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্যে তোমরা দায়ী আর যদি তোমরা তাঁর আনুগত্য কর তাহলে তোমরা সঠিক পথ পাবে আর রাসূলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টরূপে পৌছে দেয়া। আন-নুর, ২৪/৫৪
>>>> রাসূলকে অমান্যকারীর শাস্তি জাহান্নাম <<<<
إِلا بَلاغًا مِنَ اللَّهِ وَرِسَالاتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا
কেবলমাত্র আল্লাহর বাণী ও তাঁর রিসালত পৌঁছানোই তার দায়িত্ব আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। আল-জিন, ৭২/২৩
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে এবং তাঁর সীমরেখা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে; আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। আন-নিসা, ৪/১৪
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও এবং মুমিনের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব, যেদিকে সে ফিরে যেতে চায় এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর তা খুবই নিকৃষ্টতর আবাসস্থল। আন-নিসা, ৪/১১৫
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا
কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এই অধিকার নেই যে, আল্লাহ ও তাঁর রাসূল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তখন সে সেই ব্যাপারে নিজে কোন সিদ্ধান্তের এখতিয়ার রাখে; আর যে আল্লাহকে ও তাঁর রাসূলকে অমান্য করবে সে সুস্পষ্ট পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হবে। আল-আহযাব, ৩৩/৩৬
>>>> রাসূলের অনুসরনে জান্নাত >>>>
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا
আর যে কেউ আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে, সে থাকবে ঐসব লোকদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, (তারা হল) নবীগন, সত্যবাদীগণ, শহীদগন ও সৎকর্ম্শীলদের সাথে; আর সাথী হিসেবে তারা হবে কতই উত্তম! আন-নিসা, ৪/৬৯
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহাসফলতা। আন-নিসা, ৪/১৩
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমুহ প্রবাহিত আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল-ফাতহ, ৪৮/১৭
>>>> মতবিরোধ না করে আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসি <<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلا
হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের (আনুগত্য কর); অতঃপর যদি কোন বিষয়ে তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও; যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখ, এটাই কল্যানকর এবং শ্রেষ্ঠতর সমাধান। আন-নিসা, ৪/৫৯
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা পরস্পর ঝগড়া কর না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি শেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য্ ধারণ কর; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আন-আনফাল, ৮/৪৬
وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আলে-ইমরান, ৩/১৩২
وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আর সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং রাসূলের আনুগত্য কর, যেন তোমরা রহমতপ্রাপ্ত হও। আন-নুর, ২৪/৫৬
وَأَقِمْنَ الصَّلاةَ وآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ এবং সালাত কায়েম কর ও যাকাত প্রদান কর এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর। আল-আহযাব, ৩৩/৩৩
فَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
অতঃপর সালাত কায়েম কর আর যাকাত প্রদান কর এবং আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি অবহিত আছেন তোমরা যা কর। আল-মুজাদালা, ৫৮/১৩
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আর রাসুল তোমাদের যাহা দেন তা গ্রহন কর এবং যাহা নিষেধ করেন তা থেকে বিরত থাক। এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। আল-হাশর, ৫৯/৭
>>>> রাসূলকে মান্যকারীরা সফলকাম <<<<
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করে ও আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, অতঃপর তারাই সফলকাম। আন-নুর, ২৪/৫২
فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
অতএব আল্লাহকে ভয় কর এবং তোমাদের অবস্থা সংশোধন কর; এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর, যদি তোমরা মুমিন হও। আন-আনফাল, ৮/১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলসমুহ ধ্বংস করো না। মুহাম্মাদ, ৪৭/৩৩
وَإِنْ تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لا يَلِتْكُمْ مِنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ
আর যদি তোমরা আল্লাহর আনুগত্য কর ও তাঁর রাসূলের আনুগত্য কর তাহলে তোমাদের আমলসমূহ হতে কিছুই হ্রাস করবেন না; নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হুজরাত, ৪৯/১৪
يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
তিনি সংশোধন করবেন তোমাদের জন্য তোমাদের আমলসমুহ এবং তিনি ক্ষমা করবেন তোমাদের জন্য তোমাদের পাপসমূহ; আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে অবশ্যই সে মহাসাফল্য অর্জন করবে। আল-আহযাব, ৩৩/৭১
>>>> রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া <<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ
হে ঈমানদারগণ, আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর আর তার থেকে মুখ ফিরিয়ে নিও না যখন তোমরা শুনতে পাচ্ছো। আন-আনফাল, ৮/২০
قُلْ أَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لا يُحِبُّ الْكَافِرِينَ
আপনি বলুন, আল্লাহর ও রাসূলের আনুগত্য কর, তবে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয় আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালবাসেন না। আলে-ইমরান, ৩/৩২
وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّيْتُمْ فَإِنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ
এবং আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমার রাসূলের উপর দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। আত-তাগাবুন, ৬৪/১২
وَأَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَاحْذَرُوا فَإِنْ تَوَلَّيْتُمْ فَاعْلَمُوا أَنَّمَا عَلَى رَسُولِنَا الْبَلاغُ الْمُبِينُ
এবং আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর সাবধান হও অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখ যে, আমার রাসূলের দায়িত্ব সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। আল-মায়েদা, ৫/৯২
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ تَوَلَّى فَمَا أَرْسَلْنَاكَ عَلَيْهِمْ حَفِيظًا
যে রাসুলের আনুগত্য করল, সে অবশ্যই আল্লাহর আনুগত্য করল; আর যে মুখ ফিরিয়ে নিল তবে আমি তোমাকে তাদের উপর পাহারাদার করে পাঠাইনি।আন-নিসা, ৪/৮০
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلا الْبَلاغُ الْمُبِينُ
আপনি বলুন, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর অর্পিত দায়িত্বের জন্যে সে দায়ী আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্যে তোমরা দায়ী আর যদি তোমরা তাঁর আনুগত্য কর তাহলে তোমরা সঠিক পথ পাবে আর রাসূলের দায়িত্ব শুধুমাত্র সুস্পষ্টরূপে পৌছে দেয়া। আন-নুর, ২৪/৫৪
>>>> রাসূলকে অমান্যকারীর শাস্তি জাহান্নাম <<<<
إِلا بَلاغًا مِنَ اللَّهِ وَرِسَالاتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا
কেবলমাত্র আল্লাহর বাণী ও তাঁর রিসালত পৌঁছানোই তার দায়িত্ব আর যে আল্লাহ ও তাঁর রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরকাল থাকবে। আল-জিন, ৭২/২৩
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ
যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে এবং তাঁর সীমরেখা লঙ্ঘন করবে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে চিরকাল থাকবে; আর তার জন্যই রয়েছে অপমানজনক শাস্তি। আন-নিসা, ৪/১৪
وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا
আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরও এবং মুমিনের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাব, যেদিকে সে ফিরে যেতে চায় এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে আর তা খুবই নিকৃষ্টতর আবাসস্থল। আন-নিসা, ৪/১১৫
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالا مُبِينًا
কোন মুমিন পুরুষ ও মুমিন নারীর জন্য এই অধিকার নেই যে, আল্লাহ ও তাঁর রাসূল যখন কোন বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তখন সে সেই ব্যাপারে নিজে কোন সিদ্ধান্তের এখতিয়ার রাখে; আর যে আল্লাহকে ও তাঁর রাসূলকে অমান্য করবে সে সুস্পষ্ট পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হবে। আল-আহযাব, ৩৩/৩৬
>>>> রাসূলের অনুসরনে জান্নাত >>>>
وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا
আর যে কেউ আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে, সে থাকবে ঐসব লোকদের সাথে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, (তারা হল) নবীগন, সত্যবাদীগণ, শহীদগন ও সৎকর্ম্শীলদের সাথে; আর সাথী হিসেবে তারা হবে কতই উত্তম! আন-নিসা, ৪/৬৯
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে। আর এটাই মহাসফলতা। আন-নিসা, ৪/১৩
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الأنْهَارُ وَمَنْ يَتَوَلَّ يُعَذِّبْهُ عَذَابًا أَلِيمًا
আর যে আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমুহ প্রবাহিত আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল-ফাতহ, ৪৮/১৭
>>>> মতবিরোধ না করে আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসি <<<<
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الأمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلا
হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য কর ও রাসূলের আনুগত্য কর আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের (আনুগত্য কর); অতঃপর যদি কোন বিষয়ে তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও; যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রাখ, এটাই কল্যানকর এবং শ্রেষ্ঠতর সমাধান। আন-নিসা, ৪/৫৯
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
এবং আল্লাহর ও তাঁর রাসূলের আনুগত্য কর এবং তোমরা পরস্পর ঝগড়া কর না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি শেষ হয়ে যাবে আর তোমরা ধৈর্য্ ধারণ কর; নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আন-আনফাল, ৮/৪৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন