আসহাবে আ‘রাফ“
জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী একটি বিশেষ জায়গা আছে এ স্থানটির নাম আ‘রাফ। যে সকল মুসলমানদের নেক ও বদীর ওজন সমান হবে, তাদের অস্থায়ীভাবে আ‘রাফে রাখা হবে। তারা আ‘রাফে থেকে জান্নাত জাহান্নামের সব কিছুই দেখতে পাবেন। উভয় জায়গার লোকদের তারা চিনতে পারবেন এবং তাদের সাথে কথাবার্তা হবে। এ সম্পর্কে আল্লাহ বলেন “আর উভয় সম্প্রদায়ের মধ্যে একটি ব্যবধান থাকবে, আর আ‘রাফের উপর অনেক লোক থাকবে, তারা প্রত্যেক ব্যক্তিকে তার লক্ষন দ্বারাও চিনতে পারবে এবং তারা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আসসালামু আলাইকুম, এখনো আ‘রাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি কিন্তু এর আশায় রয়েছে।“ (সুরা আ‘রাফ- ৪৬)
এরপর যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের ওপর পড়বে তখন তারা জাহান্নাম থেকে মুক্তি কামনা করবে। এ সম্পর্কে আল্লাহ বলেন “আর যখন তাদের দৃষ্টি জাহান্নামীদের ওপর পতিত হবে, তখন তারা বলবে, হে আমাদের রব ! আমাদের কে এ যালিমদের সাথে শামিল করবেন না।“ (সুরা আ‘রাফ- ৪৭)
এরপর জাহান্নামীদের সম্পর্কে আসহাবে আ‘রাফের বক্তব্য পেশ করা হবে। “আর আ‘রাফের লোকজন- যাদেরকে তাদের লক্ষন দ্বারা চিনতে পারবে, তাদের ডেকে বলবে, তোমাদের দল এবং আমাদের মন্দ জানা তোমাদের কিছুই কাজে আসেনি। তোমরা লক্ষ করো, তারা কি সে (মুসলমান) লোক, যাদের সম্পর্কে (অহংকারের দরুন) তোমরা শপথ করে বলতে, এদের প্রতি আল্লাহ্ তা‘য়ালা অনুগ্রহ প্রদর্শন করবেন না। (এখন দেখো, তাদের প্রতি আদেশ হবে) তোমরা জান্নাতে প্রবেশ কর, তোমাদের ভয়ের কোন কারন নেই।“ (সুরা আ‘রাফ- ৪৮,৪৯)
আ‘রাফ বাসিরা শেষ পর্যন্ত জান্নাতে দাখিল হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন