“কোরআনের অন্যতম দামী একটি আয়াত“
আজ আপনাদের সামনে যে আয়াত উপস্থাপন করবো, এটা কোরআনের অন্যতম দামী একটি আয়াত। কোন কোন মোফাচ্ছিরের মতে এটি কোরআনের সবথেকে দামী আয়াত।
কোরআন শুনে অনেক কাফের মুশরিক রা মুসলমান হয়েছে। কিন্তু যে আয়াত শোনে সবথেকে বেশি মুসলিম হয়েছে তাই আজকের বর্নিত আয়াত। (নোট করে রাখতে পারেন। ভাইভাতে কাজে লাগতে পারে)
এ আয়াতের গুরুত্ব সম্পর্কে আল্লামা ছানাউল্লাহ পানিপথি র. তাফসীরে মাজহারীতে বলেন ‘আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাযিল না করে এই একটি আয়াতই নাযিল করতো, তবে মোহাম্মদী মিশন দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট ছিলো।‘
আলোচনা আর না বাড়িয়ে আসুন সেই দামী আয়াতটি ও অনুবাদ পড়ি।
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
অনুবাদ :- “আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়-স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যেন তোমরা স্মরণ রাখ।” (সূরা আন নাহল- ৯০)
লেখিকা মাইমুনা আক্তার,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন