‘সৈয়দ’ শব্দটির প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। সৈয়দ শব্দটির সাথে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.)-এর পরিবারের প্রতি নিসবত করা হয়ে থাকে। ভারত উপমহাদেশে অনেক পরিবার ও ব্যক্তিবর্গ ঐতিহ্যগতভাবে সৈয়দ হিসেবে প্রসিদ্ধি লাভ করে এসেছেন। তাঁদের শাজরাও আছে। এখন তাঁদের বংশের কেউ ব্যক্তিগতভাবে খারাপ হলেই তাঁদের সৈয়দতত্ত্ব অস্বীকার করার জো নেই। তা-ই যদি হয়ে থাকে তাহলে লোকটা যতই খারাপ হোক তার ব্যপারে কথা বলতে গেলে তার বংশ-মর্যাদার প্রতি খেয়াল রাখা অবশ্যই কর্তব্য বলে মনে করি।
লীগার নেতা সৈয়দ মহসিন আলী অবশ্যই একজন বিতর্কিত লোক। তার মৃত্যুতে কেউ কেউ তাকে কুত্তার বাচ্চা পর্যন্ত বলছে। এখানে ‘কুত্তা’ শব্দটা কোথায় গিয়ে পড়ছে সেটা আমাদের ভেবে দেখা দরকার। এই একজন মহসিন আলী ছাড়া তাঁদের পরিবার ধর্মীয় ঐহিত্যের সাথে ঘনিষ্টভাবে সংশ্লিষ্ট বলে জানা যায়।
লীগার নেতা সৈয়দ মহসিন আলী অবশ্যই একজন বিতর্কিত লোক। তার মৃত্যুতে কেউ কেউ তাকে কুত্তার বাচ্চা পর্যন্ত বলছে। এখানে ‘কুত্তা’ শব্দটা কোথায় গিয়ে পড়ছে সেটা আমাদের ভেবে দেখা দরকার। এই একজন মহসিন আলী ছাড়া তাঁদের পরিবার ধর্মীয় ঐহিত্যের সাথে ঘনিষ্টভাবে সংশ্লিষ্ট বলে জানা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন