রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

আমরা শুধু কুরআন ও হাদীস মানি। কুরআন ও হাদীসের বাইরে কিছুই মানি না।

༺ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ༻
আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু
আমাকে একজন বলল, আমরা শুধু কুরআন ও হাদীস মানি। কুরআন ও হাদীসের বাইরে কিছুই মানি না।
আমি বললাম, ভাই, ইবনে তাইমিয়া রহ. মাজমুয়াতুল ফতোয়া নামে ৩৭ খণ্ডের কিতাব বের হয়েছে। এই ৩৭ খন্ডের সব কিছুই কি কুরআন ও হাদীস? এতে ইবনে তাইমিয়া রহ. নিজের পক্ষ থেকে কিছু বলেননি?
২.ইবনে বাজ রহ. ফতোয়া ও রচনাবলি প্রায় ত্রিশ খন্ডে প্রকাশিত হয়েছে। এই ত্রিশ খন্ডের সব কুরআন ও হাদীস? কুরআন ও হাদীসের বাইরে তিনি একটি কথাও লেখেননি? এতে যদি কুরআন ও হাদীসের বাইরে তিনি অারও কিছু লিখে থাকেন, কেন লিখেছেন? অর্থহীন কোন উদ্দেশ্য ছাড়াই লিখেছেন? এতো কিছু না লিখে তিনি শুধু একটি লাইন লিখে দিলেই তো যথেষ্ট ছিলো, কুরআন ও হাদীস দেখে নাও। তাহলে হাজার হাজার পৃষ্ঠার কাগজ বেচে যেত, ছাপার খরচ বেচে যেত?
৩. ইবনে উসাইমিন রহ. এর ফতোয়া সংকলন করে ২৬ খন্ডের কিতাব বের হয়েছে। আপনারা শুধু কুরআন ও হাদীস মানেন। এই ২৬ খন্ডের ফতোয়ার কী প্রয়োজন রয়েছে? শরীয়তে অর্থহীন কোন কাজ করা জায়েয আছে? আপনাদের আলেমরা এতো বিশাল বিশাল ফতোয়া না লিখে একটা কথাই তো লিখে দিতে পারতেন, কুরআন ও হাদীস দেখে নাও। শরীয়তে কারও অনুসরণ বৈধ নয়?
তারা এসব ফতোয়া কেন লিখেছেন? তাদের এসব কিতাবে কি শুধু কুরআন ও হাদীসের কথা লেখা, না কি তাদের নিজেদের বক্তব্যও আছে? এসব কিছু লিখে কাগজ ও টাকা-পয়সা নষ্ট না করে একটা কথা লিখে দিলেই তো যথেষ্ট ছিলো, তোমরা কুরআন ও হাদীস থেকে মাসআলা দেখে নাও। আমাদেরকে জিজ্ঞাসা করো না। কারণ শরীয়তে কোন ব্যক্তির অনুসরণ বৈধ নয়?
না কি আপনাদের মতে ইবনে বাজের ফতোয়া মানা জরুরি, কিন্তু ইমাম আবু হানিফা রহ. এর ফতোয়া মানা হারাম? ইবনে উসাইমিন এর ফতোয়া মানা শরীয়ত, আর ইমাম শাফেয়ী রহ. এর বক্তব্য অনুসরণ নিষিদ্ধ। আসল ব্যাপারটা একটু খুলে বলুন?
তিনি আজও এ প্রশ্নের উত্তর দেননি…….।
ইসলাম একটি পুরনাঙ্গ জীবন ব্যাবস্থার হয়ে থাকলে বর্তমানে চলার চলে হাজারও আধুনিক মাসলা মাসায়েল সমস্যার সম্মুখীন হতে হচেছ বা হচেছ তখন আপনারা এই জাতিও সমস্যার সমাধান করে কি দ্বারা করে থাকেন ও করেন ? না কি সমস্যা সমাধান না করেই চলেন ?
‪#‎তথাকথিত_মুজতাহিদ‬ ভাইয়েরা আমাদের মানে সাধারন মুসলিমদেরকে বলে যে কুরআন হাদীস অনুসরন করতে ৷ আমি বলি আমরা যারা তাকলীদ করি মাজহাব(মত) মানি তারা কি বেদ বাইবেল অনুসরন করি না আমাদের ইমামরা গীতা থেকে মাসআলা দিয়েছেন ৷ এই সকল লোক হয়ত পাগল নয়তো ছাগল ৷
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 17]) -
কুরআনকে আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরা ক্বমার: ১৭
এই আয়াত থেকে বুঝা যাচ্ছে কুরআনে কারীম সহজ, যা সকলেই বুঝতে সক্ষম।
এর উত্তর হল, কুরআন সহজ হওয়ার অর্থ হচ্ছে, এর তিলাওয়াত ও বাহ্যিক অর্থ সহজ। কিন্তু এর আভ্যমত্মরীণ নিগুঢ় অর্থ সকলেই বুঝতে পারে না; বরং এক শ্রেণীর গভীর জ্ঞানীরাই কেবল বুঝতে পারে।
→ (০১) জনৈক আহলে হাদীস মতবাদে বিশ্বাসী ব্যক্তির নিয়ম ছিল যখনই সে ইস্তেঞ্জা থেকে ফিরত তখনই বিতির নামাযের নিয়ত বাঁধত।
কেউ তাকে জিজ্ঞেস করলঃ তুমি কিসের নামাজ পড়?
সে জবাব দিলঃ হাদীস শরীফে রয়েছে - ﻣﻦ ﺍﺳﺘﺠﻤﺮ ﻓﻠﻴﻮﺗﺮ
(যে ব্যক্তি ইস্তেঞ্জা করবে সে যেন বিতির পড়ে)
অথচ হাদীসের মর্ম হলো, যে ব্যক্তি ইস্তেঞ্জা করে সে যেন
বিতির তথা বিজোড় সংখ্যক ঢিলা ব্যবহার করে।
আহলে হাদীস মতে বিশ্বাসী উক্ত ব্যক্তি উক্ত হাদীসে বিতির
বা বিজোড় সংখ্যাকে বিতির নামায বুঝেছে যা স্পষ্ট ভূল।
→(২) একব্যক্তি তার কূপ থেকে অন্যের জমিনে পানি সিঞ্চন করতে দিত না। বরং কঠোরভাবে নিষেধ করত।
কেননা হাদীস শরীফে এসেছে (কেউ যেন নিজের পানি অন্যের
জমিতে সেচ না করে।)
অথচ হাদীসের উদ্দেশ্য হলো- যখন কোন দাসী অন্যের
সঙ্গে মিলনের ফলে অন্তঃসত্বা হয়ে কারো মালিকানায়
আসে তখন সে যেন তার সাথে সহবাস না করে।
হাদীসে পানি দ্বারা বীর্য বুঝানো হয়েছে এবং জমিন দ্বারা যৌনাঙ্গ বুঝানো হয়েছে।
.......... এ ধরণের আরো ভুরী ভুরী উদাহরণ রয়েছে। ইবনুল জাওযি রহ. 'তালবিসুল ইবলিস' নামক কিতাবে সেগুলো উল্লেখ করেছেন।
[শরীয়ত ও তাসাউফ]
উদাহারন পাওয়ার ও জানার ও বুজার পরও যারা এই বিষয় গুলো নিয়ে গুরামি ও ফেতনা বাজী করে ও করে বেড়ায় তারা কেউ থাকলে এ প্রশ্নগুলির জবাব দিয়ে যান! -https://www.facebook.com/photo.php?fbid=756632834436134&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater
‪#‎তথাকথিত‬ আহলে হাদীসদের নিকট প্রশ্নগুলো করে দেখুন।
তাদের নিকট প্রশ্নগুলোর মূলত কোনো উত্তর নেই।
https://www.facebook.com/photo.php?fbid=746765648756186&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater
- ০- কথোপকথন : ‘মাযহাব’ মানতে হবে কেন? https://www.facebook.com/photo.php?fbid=746321325467285&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater
- ০০- কথোপকথন : "মাজহাব" মানেন কেন? https://www.facebook.com/photo.php…
আহলে হাদিস ও সালাফি ও শব্দ ধারি মুসলিম ও
গাইর মুকাল্লিদদের থেকে সাবধান ! ! !
এবং আমরা মাযহাব মানি কেন ?
এবং হাদীস সংকলকগণের মাযহাবী অবস্থান ?
এবং মুজতাহিদ কারা ? মুজতাহিদ হতে হলে কি কি গুন থাকা লাগবে ?
এবং আরও জানতে পারবে মাজহাব বিরোধী অপপ্রচারের জবাব ও মাজহাব প্রসঙ্গে কিছু লিংক
- ২- প্রশ্নঃ ১। মাযহাব কি এবং কেন? - https://www.facebook.com/photo.php?fbid=691414254291326&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ৪- তাকলিদ ও মাজহাব অনুসরণ প্রসঙ্গে - https://www.facebook.com/photo.php?fbid=711403758959042&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ৬- ইমাম বুখারী রহঃ সহ অন্যান্য হাদিসের ইমামগণ মাজহাব অনুসরণ করতেন ?https://www.facebook.com/photo.php?fbid=746471602118924&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ৭- নবী একজন কিন্তু মাযহাব চারটি কেন? একটি চমৎকার কথোপথন -https://www.facebook.com/photo.php?fbid=747172608715490&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ৮- মাযহাব বিষয়ক ১০টি উদ্ভট প্রশ্নের ইলযামী জবাব -https://www.facebook.com/photo.php?fbid=746959745403443&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ৯- কথিত আহলে হাদীস ও শব্দধারী মুসলিম জামাত নামধারী
ফিতনাবাজদের ২০টি ওয়াসওয়াসার ইলজামী জবাব-https://www.facebook.com/photo.php?fbid=745963015503116&set=a.328442950588460.70315.100002682744439&type=1&theater
- ১০- লা-মাজহাবী / তথাকথিত আহলে হাদিস লিডারদের ৪১টি প্রশ্নের. জবাব !!!!https://www.facebook.com/photo.php?fbid=724753220957429&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater
- ১১- সহীহ হাদীসের আলোকে নামাযের কিছু জরুরী মাসয়ালা-https://www.facebook.com/photo.php?fbid=740877762678308&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater
- ১২- তাকলীদ করা ওয়াজিব কেন? https://www.facebook.com/photo.php…
‪#‎কিয়াস‬ বা ইজতিহাদ নিয়ে কথিত আহলে হাদীসদের প্রতি OPEN CHALLENGE
https://www.facebook.com/photo.php?fbid=765977063501711&set=a.328442950588460.70315.100002682744439&type=3&theater

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন