প্রশ্ন:
১/ হাসি-ঠাট্রা করে স্ত্রীকে 'তালাক' বললে কি স্ত্রী তালাক হয়ে যায়?
১/ হাসি-ঠাট্রা করে স্ত্রীকে 'তালাক' বললে কি স্ত্রী তালাক হয়ে যায়?
২/নেশাগ্রস্ত হয়ে 'তালাক' দিলে কি স্ত্রী তালাক হয়ে যায়?
৩/রাগের মাথায় 'তালাক' বললে কি স্ত্রী তালাক হয়ে যায়?
৪/চিঠি,ই-মেইল,বা মোবাইল এস এম এস এর মাধ্যমে স্ত্রীকে 'তালাক' বললে কি স্ত্রী 'তালাক' হয়ে যায়?
৫/'তালাক' দেয়ার পর স্ত্রীর সাথে পুনরায় সংসার করার কোন সুযোগ ইসলামে আছে কি?
উত্তর:
১/হ্যাঁ,হাসি-ঠাট্রা করে 'তালাক' বললেও স্ত্রী তালাক হয়ে যায় ৷
১/হ্যাঁ,হাসি-ঠাট্রা করে 'তালাক' বললেও স্ত্রী তালাক হয়ে যায় ৷
২/জ্বী হ্যাঁ,নেশাগ্রস্ত অবস্থায় 'তালাক' দিলেও 'তালাক' হয়ে যায় ৷ অবশ্য,কোন বৈধবস্তু তথা ওষুধ ইত্যাদি পান
করার কারণে নেশাগ্রস্ত হলে 'তালাক' হবে না ৷
করার কারণে নেশাগ্রস্ত হলে 'তালাক' হবে না ৷
৩/রাগের তিনটি স্তর রয়েছে;
(ক) প্রাথমিক,(অর্থাৎ রাগ আছে তবে সাভাবিক
বোধশক্তি বাকি আছে,যা বলছে বুঝেই বলছে)
(খ)মাধ্যমিক (অর্থাৎ রাগের পরিমান খুব বেশি যে,বোধশক্তি তো আছে,এবং বুঝেশুনেই বলছে তবে অনিচ্ছাক়ত)
এ দুই অবস্থায়ও তালাক হয়ে যায় ৷
(ক) প্রাথমিক,(অর্থাৎ রাগ আছে তবে সাভাবিক
বোধশক্তি বাকি আছে,যা বলছে বুঝেই বলছে)
(খ)মাধ্যমিক (অর্থাৎ রাগের পরিমান খুব বেশি যে,বোধশক্তি তো আছে,এবং বুঝেশুনেই বলছে তবে অনিচ্ছাক়ত)
এ দুই অবস্থায়ও তালাক হয়ে যায় ৷
(গ)চুড়ান্ত (অর্থাৎ সাভাবিক বোধশক্তি হারিয়ে
ফেলেছে,এবং কি বলছে নিজেই বুঝতে পারছে না এ অবস্থায় স্ত্রী তালাক হবে না ৷
ফেলেছে,এবং কি বলছে নিজেই বুঝতে পারছে না এ অবস্থায় স্ত্রী তালাক হবে না ৷
৪/হ্যাঁ,ই-মেইল বা এস এম এস এর মাধ্যমে বললেও তালাক হয়ে যায় ৷
৫/একটু বিস্তারিত:
* যদি এক বা দুই তালাকে রজয়ী(অর্থাৎ তালাক শব্দ একবার বা দু'বার বলে)দেয় তবে পুনরায় বিবাহ করা
ছাড়াই স্ত্রীকে মৌখিক ভাবে ফেরত নেয়ার মাধ্যমে তার সাথে বসবাস করতে পারবে ৷
* যদি এক বা দুই তালাকে বায়েন দেয় তবে স্ত্রীর সাথে থাকতে চাইলে পুনরায় বিবাহ করতে করতে হবে,৷
*যদি তালাকে মুগাল্লাজা (অর্থাৎ তিন তালাক দেয়) তবে "হিলা"করা ব্যতীত এই স্ত্রীর সাথে সংসার করতে পারবে না.
"হিলা" হলো, এই স্ত্রী অন্য পুরুষের সাথে বিবাহ বসার পর তার সাথে সহবাস করবে,এরপর দ্বিতীয় স্বামী তাকে তালাক দিবে ,এরপর সে স্ত্রী 'ইদ্দত' পালন করবে, এরপর প্রথম স্বামী চাইলে তাকে পুনরায় বিবাহ করতে পারবে ৷ (একান্ত প্রয়োজন ছাড়া হিলা করা যাবে না)
* যদি এক বা দুই তালাকে রজয়ী(অর্থাৎ তালাক শব্দ একবার বা দু'বার বলে)দেয় তবে পুনরায় বিবাহ করা
ছাড়াই স্ত্রীকে মৌখিক ভাবে ফেরত নেয়ার মাধ্যমে তার সাথে বসবাস করতে পারবে ৷
* যদি এক বা দুই তালাকে বায়েন দেয় তবে স্ত্রীর সাথে থাকতে চাইলে পুনরায় বিবাহ করতে করতে হবে,৷
*যদি তালাকে মুগাল্লাজা (অর্থাৎ তিন তালাক দেয়) তবে "হিলা"করা ব্যতীত এই স্ত্রীর সাথে সংসার করতে পারবে না.
"হিলা" হলো, এই স্ত্রী অন্য পুরুষের সাথে বিবাহ বসার পর তার সাথে সহবাস করবে,এরপর দ্বিতীয় স্বামী তাকে তালাক দিবে ,এরপর সে স্ত্রী 'ইদ্দত' পালন করবে, এরপর প্রথম স্বামী চাইলে তাকে পুনরায় বিবাহ করতে পারবে ৷ (একান্ত প্রয়োজন ছাড়া হিলা করা যাবে না)
দলীলসমুহ:
"সুনানে তিরমিযি"-১১৮৪,মুসতাদরাকে
হাকিম-২৮০০,"আদদুর্রুল মুখতার"৩/২৬৩-২৭১,"আল বাহরুর
রায়েক"৭/১৫৯
"সুনানে তিরমিযি"-১১৮৪,মুসতাদরাকে
হাকিম-২৮০০,"আদদুর্রুল মুখতার"৩/২৬৩-২৭১,"আল বাহরুর
রায়েক"৭/১৫৯
প্রকাশ থাকে যে,তালাক দেয়া যদিও বৈধ তবে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট হালাল বস্তু হলো তালাক, (বায়হাকি শরিফ২৫২৯২)
তালাক একটি স্পর্শকাতর ও মারাত্মক শব্দ, তাই সচেতন হোন৷ তালাক থেকে দূরে থাকুন !
তালাক একটি স্পর্শকাতর ও মারাত্মক শব্দ, তাই সচেতন হোন৷ তালাক থেকে দূরে থাকুন !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন