বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫

" নারী ও পুরুষের " ভালবাসা

" নারী ও পুরুষের " ভালবাসাটা পৃথিবীর সবচেয়ে চমৎকার নিখুত আকর্ষণীয় একটি জিনিস! তাই, এটা নিয়ে হাজার বছরে গবেষনা করেও ভালাবসার শেষ ব্যাখ্যা করা যায়নি।এটার বৈচিএতা দিন দিন চমকই আনছে! আজকাল এটা একটা মহা ব্যাধিতেই পরিণত হয়েছে। যার আগুনে ইসলামি শান্তির সমাজে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে!
যেন এটা মেঘের মত কার জীবনে কখন আসবে বোঝায় যায়না, বৃষ্টির মত এটা বছরের পর বছর কোন না কোন ভাবে ভিজিয়ে যাচ্ছে জগতের সকল শ্রেনীর মানুযকে। আলেম, উলামা, হাফেজ, মুফতি , আলেমা, হাফেজা এবং সাধারন কোন শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরীব সকল মানুষ ;কেই বাদ যাচ্ছেনা।
যারা ইমানি, তালিমি শক্ত প্রাচীর গড়ে তোলেছে, তারাই শুধু নিরাপদ আছে!! যারা প্রতিনিয়ত তাযকিয়া নফসের পরিচর্যা ও নূরানি পরিবেশে থাকছে, আল্লাহ ওয়ালাদের ভালবাসায় ছোয়ায় আছে, তারাই নিরাপদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন